SIR-এর বলি! এবার আত্মঘাতী বহরমপুরের প্রৌঢ়!

বহরমপুর: কান্দির পর বহরমপুর। এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হলেন ৫২ বছরের এক ব্যক্তি। জানা গিয়েছে, বহরমপুর (Berhampore) পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনির বাসিন্দা তারক সাহা বিগত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবী, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি।

Advertisements

গান্ধী কলোনি বস্তির বাসিন্দা তারক সাহা সারা ঘর জুড়ে তন্নতন্ন করে খুঁজেও প্রয়োজনীয় নথি পাচ্ছিলেন না। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি বৃহস্পতিবার দুপুরে গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (Suicide) করেন পেশায় মুড়ি বিক্রেতা তারক। মৃতের স্ত্রী প্রিয়া বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নাম না থাকায় বেশ কিছুদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তারক।”

   

বস্তির অন্যান্য বাসিন্দাদেরও ঘটনা জানিয়েছিলেন তিনি। এরপর এসআইআর (SIR)-এর জন্য প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে তাঁর পরিবার। এদিন দুপুর ১২.৩০ নাগাদ তারকের স্ত্রী পিয়া বাড়ি ফিরে দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তারক। খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসী।

দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তারককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই গান্ধী কলোনিতে পৌঁছন তৃণমূল কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, “বিরোধীরা চক্রান্ত করে মানুষকে আতঙ্কিত করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।”

Advertisements

উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে আত্মহত্যার ঘটনা সামনে আসে। পানিহাটির প্রদীপ করের আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

এরপর বীরভূম, কান্দি সহ প্রায় ৫ টি আত্মহত্যার ঘটনায় অভিযোগ উঠেছে এসআইআর-এর বিরুদ্ধে। নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে ছাড়তে হবে ঘরবাড়ি, এমনকি দেশ! এই আতঙ্কেই নিজেদের প্রাণ কাড়ছেন মানুষ। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজার আবহেই এবার বহরমপুরে আত্মহত্যার ঘটনা সামনে উঠে এল।