রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, দাবি শুভেন্দুর

Suvendu Targets Mamata Over BJP Worker Assault: ‘Resign If You Have Any Shame’
Suvendu Targets Mamata Over BJP Worker Assault: ‘Resign If You Have Any Shame’

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম থেকে শুরু করে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদা গোটা রাজ্যজুড়ে ফের নানা ঘটনার ছড়াছড়ি। বৃহস্পতিবার নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই দিনে ভোটার তালিকাকে ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি ও অশোকনগরে।

অন্যদিকে শহর কলকাতায় ও মালদায় ফের গুলিবিদ্ধের ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ। পাশাপাশি, এসএসসি–র নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে তীব্র প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এসবের মাঝেই দিল্লির নির্দেশে পশ্চিমবঙ্গের নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ— “যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।”

   

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ধ্বংসস্তূপ’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, “বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলতে প্রশাসনের একাংশ সক্রিয়।” তারই প্রমাণ হিসাবে তিনি ডানকুনি ও অশোকনগরের ঘটনা তুলে ধরেন।

হুগলির ডানকুনিতে মৃত এক ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে এক বাংলাদেশি যুবক। স্থানীয় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরাই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে তিনি নিজেকে স্থানীয় বাসিন্দা হিসেবে প্রমাণ করতে চাইছিলেন।
পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। বিশেষ সংশোধন (SIR) চলাকালীন এই ধরনের ঘটনা ভোটার তালিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

উত্তর ২৪ পরগনার অশোকনগরে আরও এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ উঠল— মৃত গৃহস্বামীকে নিজের বাবা বলে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা। ধৃতের দাবি, তিনি ‘পালিত পুত্র’। তবে মূল পরিবারের সদস্যরা তা অস্বীকার করেছেন। স্থানীয় মানুষজনের ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়। নির্বাচন কমিশন তদন্তে নেমেছে।

এদিকে, স্কুল সার্ভিস কমিশনের (SSC) পুনঃপরীক্ষার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণ, “প্রশ্নফাঁসের পরও পুনঃপরীক্ষায় কি সত্যিই স্বচ্ছতা বজায় ছিল?”
যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, “SSC সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছে। এই পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।” এই ইস্যুতে শাসক-বিরোধী রাজনৈতিক মুখোমুখি সংঘাত আরও তীব্র।

কলকাতার কসবায় আবারও গুলির ঘটনা। একজন তরুণ হাতের তালুতে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে পুলিশ গুলির খোল উদ্ধার করেছে। এদিকে মালদার কালিয়াচকে মাত্র ৪৮ ঘণ্টায় তিনবার গুলি চলেছে। ব্যবসায়ী, পাঁপড় বিক্রেতার পরে এবার রেশন ডিলারের বাড়ির সামনে গুলি ও বিস্ফোরণের অভিযোগে এলাকা আতঙ্কগ্রস্ত।

নাড্ডার কলকাতা সফরের ডিনার বৈঠকে অমিত শাহের বার্তা, “লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। প্রয়োজন হলে রাতারাতি সিদ্ধান্ত নিতে হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, BJP সংগঠনে ফের বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে এই বার্তার পরিপ্রেক্ষিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন