কলকাতা: আগামীকাল, অর্থাৎ ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া। কাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন। আগামীকালই এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোমবার এক্সে (X) ৪ নভেম্বর কি বক্তব্য রাখতে চলেছেন, তার প্রতিফলন হিসেবে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। যে পোস্টটিকে আবার শেয়ার করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এর বিরুদ্ধেই এক্সে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
https://x.com/MamataOfficial/status/1985316779665604890
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তথ্য ও সংস্কৃতি বিভাগকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ কি একটি সরকারি প্রতিষ্ঠান, না করদাতাদের অর্থায়নে পরিচালিত (তৃণমূলের) প্রচার যন্ত্র?” শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, মমতার পোস্টকে ‘গণ-প্রচার’ করছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ।
শুভেন্দুর অভিযোগ, “আগামীকাল একটি সম্পূর্ণ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে পিসি-ভাইপো ভারতের নির্বাচন কমিশনকে SIR নামক সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য হুমকি দেবেন! অথচ, এটি এমন একটি প্রক্রিয়া, যা মাননীয় সুপ্রিম কোর্ট বারবার “সাংবিধানিক আদেশ” হিসাবে সমর্থন করেছে।”
https://x.com/SuvenduWB/status/1985346647770145227
শুভেন্দুর দাবী, তথ্য ও সংস্কৃতি বিভাগের সরকারি অফিস এবং রাষ্ট্রীয় যন্ত্রপাতির একটি অপরাধমূলক অপব্যবহার। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন আধিকারিক ও রাজ্যপালকে সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পোস্ট শেয়ারকারী তথ্য ও সম্প্রচার বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক বিষয়ে যুক্ত হওয়ার জন্য অভিযোগ দায়ের করার আর্জি জানান শুভেন্দু।


