মিলন পণ্ডা, নন্দীগ্রাম: SIR নিয়ে ফের রাজ্য রাজনীতিতে তপ্ত পরিবেশ। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন নন্দীগ্রামে একাধিক পুজো মণ্ডপে ঘুরে রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, নাম না করে সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর তির্যক মন্তব্য — “১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হচ্ছে, কোথাও কোনও সমস্যা নেই, কিন্তু বাংলায় পিসি-ভাইপোরই চুলকানি!”
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের নন্দনায়েকবাড় তরুণ সংঘের জগদ্ধাত্রী পুজো ও বারকাণ্ডপসরা প্রগতি সংঘের পুজো মণ্ডপে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, “SIR নিয়ে রাজ্য সরকার মিথ্যা প্রচার করছে। এটা সাজানো নাটক। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত যদি কেউ গাছ থেকে পড়ে যায়, তাও এরা বলবে SIR-এর জন্যই হয়েছে। ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে, সেখানে কোনও গণ্ডগোল নেই, কিন্তু এখানে পিসি-ভাইপোর চুলকানি থামছে না!”
তিনি স্মরণ করান ২০০২ সালের ঘটনাও “এটা নতুন কিছু নয়। ২০০২ সালেও SIR হয়েছিল। তখন প্রায় ২৬ লক্ষ ভূয়ো ও মৃত ভোটার বাদ গিয়েছিল। তখন ভাইপোর জন্মই হয়নি! এখন এত আতঙ্ক কেন? কারণ মৃত ভোটার, ভূয়ো ভোটার আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোট তালিকায় আছে।”
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “নন্দীগ্রামের ভূতামোড়, দাউদপুর, সামসেবাদ এসব জায়গায় ভূয়ো ও মৃত ভোটারের সংখ্যা অনেক। সকালবেলা গামছা পরে, দুপুরে লুঙ্গি পরে, আর বিকেলে প্যান্ট পরে ভোট দিতে আসে এরা। কোনও হিন্দু বুথে এমনটা হয় না।”
বিরোধী দলনেতা আরও বলেন, “বাংলার সরকার এই ভূয়ো ভোটারদের নাম রেখেই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। মৃত, ভূয়ো বা অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ পড়বে এটাই গণতন্ত্রের স্বচ্ছতা।”
রাজ্যজুড়ে SIR (Summary Intensive Revision) প্রক্রিয়া নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর চরমে, তখন শুভেন্দুর এই মন্তব্যে নতুন করে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। তৃণমূলের পাল্টা বক্তব্য, “শুভেন্দু অধিকারী মানুষের মনে আতঙ্ক ছড়াতে চাইছেন। তিনি ভুল তথ্য প্রচার করছেন।” অন্যদিকে বিজেপি বলছে, “তৃণমূল সরকার SIR-এর মাধ্যমে ভূয়ো ভোটার বাঁচাতে মরিয়া।”
শুভেন্দুর এই বক্তব্যে পরিষ্কার SIR ইস্যু এখন রাজ্যের রাজনীতির কেন্দ্রে। বিজেপি এই ইস্যুকে ব্যবহার করছে রাজনৈতিক অস্ত্র হিসেবে, আর তৃণমূল বলছে এটি বিজেপির ‘নোংরা রাজনীতি’। তবে শুভেন্দুর “পিসি-ভাইপোর চুলকানি” মন্তব্য রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন তুলেছে। পুজোর মণ্ডপ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত এখন সেই মন্তব্যই চর্চার কেন্দ্রবিন্দু।
রাজনীতির উত্তাপে পুজোর আনন্দ কিছুটা ম্লান হলেও শুভেন্দুর বার্তা স্পষ্ট—“বাংলায় ভূয়ো ভোটার, মৃত ভোটার বা অনুপ্রবেশকারী থাকবে না। যে যতই চুলকানি করুক, SIR বন্ধ হবে না।” তাঁর এই স্পষ্ট অবস্থান রাজ্যজুড়ে SIR বিতর্ককে আরও প্রখর করে তুলেছে।


