নন্দীগ্রাম–খেজুরিতে কালীপুজোর প্যান্ডেলে শুভেন্দু, মাতোয়ারা উৎসবের আনন্দে

suvendu-adhikari-kali-puja-nandigram-khejuri-2025

নন্দীগ্রাম/খেজুরি, ২০ অক্টোবর: কালীপুজো ও দীপাবলির পবিত্র দিনে নন্দীগ্রাম ও খেজুরির একাধিক পুজো প্যান্ডেলে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মা কালীকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। এদিন বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজিত কালীপুজোতে ঘুরে শুভেন্দু বাবু বলেন, “উৎসবের এই আবহ, মানুষের ঐক্য আর সাংস্কৃতিক উচ্ছ্বাস দেখে গর্বিত লাগছে। মা কালী আমাদের সবার জীবনে অন্ধকার দূর করে সমৃদ্ধি ও আলোর বার্তা আনুন।”

Advertisements

নন্দীগ্রামের প্যান্ডেল সফর

প্রথমে তিনি যান নন্দীগ্রাম টাউন ক্লাবের পুজোয়। সেখান থেকে নন্দীগ্রাম সানরাইজ ক্লাব, ক্লাব জোয়ার ভাটা ও আশাদতলা জনসেবা সংঘের আয়োজনে মাতোয়ারা হন শুভেন্দু। প্রতিটি প্যান্ডেলে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনে অংশ নেন তিনি।

খেজুরির কালী মেলায় উপস্থিতি

খেজুরিতেও বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে যান তিনি। বানসগোড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে ভিড় জমায় স্থানীয়রা। শ্মশান মোড় বাজার কমিটি ও বগা কালী মেলায় গিয়ে শুভেন্দু অধিকারী স্থানীয় মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

Advertisements

শুভেচ্ছা বার্তা

শুভেন্দু অধিকারী জানান, কালীপুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি বাংলার সংস্কৃতির প্রাণকেন্দ্র। তিনি বলেন, “মা কালী আমাদের জীবনে শক্তি, সাহস ও ইতিবাচকতা নিয়ে আসুন। সকলকে জানাই শুভ কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা।”