বড়দিন ও নববর্ষে দিঘা–মন্দারমণিতে হোটেল ভাড়া না বাড়ানোর কড়া নির্দেশ প্রশাসনের

Luxury Hotel Booking Scam Unfolds Ahead of Durga Puja Festivities
Luxury Hotel Booking Scam Unfolds Ahead of Durga Puja Festivities

দিঘা: বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিকে কেন্দ্র করে দিঘা ও মন্দারমণিতে (Digha Mandarmani) প্রতিবছরের মতো এবারও পর্যটকের ঢল নামার সম্ভাবনা প্রবল। এই ভিড়ের সুযোগ নিয়ে হোটেল ভাড়া বাড়ানো, পর্যটকদের ঠকানো কিংবা বেআইনি নির্মাণের অভিযোগ যাতে না ওঠে, সে জন্য আগেভাগেই কড়া অবস্থান নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। উৎসবের মরশুমে পর্যটকদের স্বার্থ রক্ষা করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি দিঘায় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, দিঘা উন্নয়ন পর্ষদের প্রতিনিধি এবং বিভিন্ন হোটেল ও লজ মালিক সংগঠনের সদস্যরা। বৈঠকেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বড়দিন ও নববর্ষ উপলক্ষে কোনও হোটেল, লজ বা গেস্ট হাউস ঘরের ভাড়া বাড়াতে পারবে না।

   

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, দিঘা ও মন্দারমণির সমস্ত আবাসনে ঘরের ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে টাঙাতে হবে। কোন ঘরের জন্য কত টাকা নেওয়া হচ্ছে, তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসনের তরফে তাৎক্ষণিক তদন্ত শুরু হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স বাতিল কিংবা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

পর্যটক হয়রানি ঠেকাতে উৎসবের দিনগুলিতে বিশেষ নজরদারি ব্যবস্থাও চালু করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও কন্ট্রোল রুম সক্রিয় থাকবে, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পুলিশ ও প্রশাসনের যৌথ দল নিয়মিত হোটেল, সৈকত এলাকা এবং পর্যটন কেন্দ্রগুলিতে অভিযান চালাবে।

শুধু হোটেল ভাড়া নয়, মন্দারমণিতে বেআইনি নির্মাণ নিয়েও প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। উপকূলবর্তী এলাকায় পরিবেশ ও নিরাপত্তা বিধি লঙ্ঘন করে যেসব নির্মাণ হয়েছে, সেগুলির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। একাধিক অবৈধ নির্মাণ বন্ধ করা হয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ছুটির মরশুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দিঘা ও মন্দারমণিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হবে। সমুদ্রস্নানের সময় দুর্ঘটনা এড়াতে লাইফগার্ডের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

প্রশাসনের এই কঠোর সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকদের একাংশ। তাঁদের মতে, প্রতিবছর বড়দিন ও নববর্ষে দিঘা–মন্দারমণিতে বেড়াতে এসে হোটেল ভাড়া নিয়ে সমস্যার মুখে পড়তে হয়। এবার প্রশাসন যদি নিয়ম কঠোরভাবে কার্যকর করতে পারে, তবে নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবেন পর্যটকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন