“SIR কেলেঙ্কারি”! ভোটার তালিকা থেকে উধাও শতাধিক নাম!

কলকাতা: ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) শুরুর আগেই ভোটার তালিকা থেকে গায়েব শতাধিক নাম! বৃহস্পতিবার এমনটাই বিস্ফোরক দাবী করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে কমিশনের আপলোড করা তালিকা থেকে মুছে ফেলা হয়েছে শতাধিক ভোটারের নাম।

Advertisements

এক্সে কুণাল লেখেন, “SIR প্রক্রিয়ায় কেলেঙ্কারি। ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নাম থাকলেও এখন নির্বাচন কমিশনের আপলোড করা ওই তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। তখনকার হার্ড কপির সঙ্গে এখনকার সফট কপির তফাৎ।” তিনি লেখেন, “কোচবিহারের নাটাবাড়ির বুথ নং ২-এ ২০০২ সালের তালিকায় ৭১৭ জন ভোটারের নাম ছিল। বর্তমান ওয়েবসাইটের তালিকায় সেই সংখ্যা কমে মাত্র ১৪০!”

   

https://x.com/KunalGhoshAgain/status/1983833818902741252

“মাথাভাঙ্গায় বুথ নং ১৬০-এ ২০০২ সালের তালিকা অনুযায়ী ৮৪৬ জন ভোটার ছিলেন। বর্তমানে অনলাইনে আপলোড করা ২০০২-এর তালিকায় ৪১৭ থেকে ৮৪১ পর্যন্ত কোনও নামই নেই!” তিনি আরও দাবী করেন, অশোকনগর বিধানসভা কেন্দ্রের গুমা-১ গ্রাম পঞ্চায়েতের বুথ নং ১৫৯-এ কোনও ভোটারই নেই বলে দেখা যাচ্ছে!” কিন্তু এই বুথে ৯০০ জন ভোটার ছিল বলে দাবী কুণালের (Kunal Ghosh)।

উপরন্তু, ২০০২ সালে বুথ নং ৬১-এর ভোটার তালিকায়, ৩৪৩ থেকে ৪১৪ নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত কোনও এন্ট্রিই নেই, বলে অভিযোগ তোলেন কুণাল। শুধু তাই নয়, মাঝেরদাবরী, আলিপুরদুয়ারে এমনকি বিএলও-র বাবা, মা এবং ভাইয়ের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, দাবী করেছেন তৃণমূল মুখপাত্র।

Advertisements

https://x.com/AITCofficial/status/1983860648661676540

ভোটার তালিকায় সংশোধন (SIR) শুরুর আগেই এই বিপুল পরিমাণ ভোটারের নাম উধাও হয়ে যাওয়া নিয়ে তদন্তের দাবী জানিয়েছেন কুণাল। দলীয় কর্মীদের সজাগ থাকার নিদেশ দেওয়ার পাশাপাশি এলাকার প্রত্যেক বাড়িতে নজর রাখতে বলেন তিনি।

https://x.com/AITCofficial/status/1983857379876954463

পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, “উৎসবের আবহে বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন।” পশ্চিমবঙ্গ বিজেপির এই ভয়ের রাজনীতিকে রেয়াত করবে না বলে এদিন সাফ জানিয়ে দেন মন্ত্রী। কুণালের তোপ, “বাংলা বিরোধী জমিদাররা বাংলাকে চুপ করাতে চাইছে। কিন্তু কোনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না”।