তালসারী বিচে হঠাৎই তীরে উঠে এলো বিশালাকারের একটি বিরল প্রজাতির হাঙ্গর (Rare Shark Found)। ৩০ ফুট লম্বা ও ওজন প্রায় ৫০ কুইন্টাল। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজ্ঞানী ও বনদপ্তর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কীভাবে গভীর সমুদ্র থেকে এটি তীরে এসে পড়ল তা জানতে।
Advertisements
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements




