এসআইআর আতঙ্কে মৃত্যু! তৃণমূলের অভিযোগে তোলপাড়

ECI Voter List Revision Aadhaar Rules

মিলন পণ্ডা, রামনগর: পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে মৃত্যু এক প্রৌঢ়ের! এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শেখ সিরাজ উদ্দিন (৭০) দীর্ঘদিন বিদেশে কাজ করে দেশে ফিরে নতুন জীবন শুরু করেছিলেন। কিন্তু ভোটার তালিকা সংশোধনের (SIR) সময় পাসপোর্টে বাবার নামের ভুল ধরা পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

Advertisements

ঘটনাটি ঘটেছে রামনগর ১ ব্লকের গোবরা অঞ্চলের কাঁটাবনি এলাকায়। জানা গিয়েছে, রবিবার বিকেলে সিরাজ উদ্দিন ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত কাগজপত্র যাচাই করছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন তাঁর পাসপোর্টে বাবার নাম ভুলভাবে লেখা। পাসপোর্টে ‘শেখ আব্দুল নেশার’-এর বদলে ছিল ‘এস কে নেশার’। পাশাপাশি, ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম অনুপস্থিত ছিল। এই ঘটনায় প্রবল মানসিক চাপে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

   

পরিবার জানিয়েছে, প্রথমে তাঁকে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের দাবি, এসআইআর আতঙ্কই এই মৃত্যুর মূল কারণ।

রামনগরের বিধায়ক তথা তৃণমূল নেতা অখিল গিরি বলেন, “সিরাজবাবু জাপানে কাজ করতেন। কয়েকদিন আগে বাড়ি ফিরেছেন। এসআইআর নিয়ে কাগজপত্র যাচাই করছিলেন, তখন বাবার নাম ভুল দেখতে পান। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হন।” তিনি আরও বলেন, “এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের নির্দেশে এমন এক প্রক্রিয়া শুরু হয়েছে যা মানুষকে বিভ্রান্ত করছে।”

অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য অসীম মিশ্র বলেন, “তৃণমূল এখন আতঙ্কে ভুগছে। ভোটে হারের ভয়, জাল ভোট উন্মোচনের আশঙ্কা থেকেই এই নাটক করছে। রামনগরের মৃত্যুকে ঘিরে তৃণমূল রাজনীতি করছে।”

Advertisements

তিনি আরও বলেন, “এসআইআর মানে সঠিক ভোটার তথ্য প্রকাশ। তৃণমূলের জাল ভোটাররা বাদ পড়বে বলেই এরা আতঙ্কিত। ওই বৃদ্ধের মৃত্যু প্রাকৃতিক কারণে হয়েছে। এটাকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সিরাজ উদ্দিন দীর্ঘদিন জাপানে থাকতেন। প্রায় দশ বছর আগে দেশে ফিরে নতুন দিঘায় একটি হোটেল গড়ে তুলেছিলেন। ভোটার তালিকা সংশোধনের সময় নিজের নাগরিকত্ব সংক্রান্ত নথি নিয়ে উদ্বেগে পড়েছিলেন তিনি। পরিবার জানিয়েছে, “বাবা কাগজপত্র গুছিয়ে দেখছিলেন। পাসপোর্টে নামের ভুল দেখে চিন্তিত হন। তারপরেই বুকে ব্যথা অনুভব করেন।”

রামনগর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় সরগরম গোটা রামনগর। একদিকে তৃণমূল দাবি করছে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যু হচ্ছে, অন্যদিকে বিজেপির দাবি, এসব শুধুই রাজনৈতিক নাটক। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে।