নাম বাদ যাবেনা: SIR আবহে তৃণমূলের মেগা ক্যাম্পেইন ‘দুয়ারে শিবির’!

কলকাতা: ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (SIR) প্রাক্কালে বিএলও-দের ছায়াসঙ্গী হওয়ার নির্দেশ দিয়ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া SIR আবহে বিএলও-দের সঙ্গে তৃণমূল নেতারা ঘুরছেন বলে অভিযোগে সরব বিজেপি।

Advertisements

এই আবহে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (KUnal Ghosh) জানালেন, পুরোপিতা এবং সহকর্মীরা একদম বাড়ি বাড়ি গিয়ে SIR প্রক্রিয়ায় মানুষকে সহায়তা করবেন। শুক্রবার তৃণমূল কংগ্রেস শুরু করল “দুয়ারে শিবির”। এক্সে এদিন কলকাতা পুরসভার ২৮ নং ওয়ার্ডের ছবি পোস্ট করে লেখেন, “ভ্রাম্যমান SIR help desk. 28 নম্বর ওয়ার্ডে মূল দুটি শিবিরের পাশাপাশি আজ থেকে ‘দুয়ারে শিবির’। আতঙ্কিত হবেন না, পাশে তৃণমূল কংগ্রেস।”

   

https://x.com/KunalGhoshAgain/status/1986717943288435066

উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের আতঙ্ক, বিভ্রান্তিতে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৫ জন মানুষের মৃত্যুতে অভিযোগের তীর SIR-এর দিকেই। এই আবহে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

Advertisements

এদিন কুণাল ঘোষ (KUnal Ghosh) এক্সে লেখেন, ভ্রাম্যমান সচেতনতা শিবির গড়া হচ্ছে। “মানুষ এগিয়ে আসছেন, কথা বলছেন, সমস্যার সুরাহার কথা হচ্ছে। পুরপিতা অয়ন চক্রবর্তী এবং সহকর্মীরা বুথ/পার্ট ভিত্তিক একদম বাড়িবাড়ি সহায়তার প্রক্রিয়া শুরু করেছেন। একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, লক্ষ্য রাখছেন কর্মীরা।”

প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিএলও-দের সঙ্গে বিএলএ-দের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোটা প্রক্রিয়ায় তাঁরা গভীরভাবে নজর রাখবেন। শুধু তাই নয়, এসআইআর-এর বিভিন্ন পর্যায়ে বিএলএ-দের সই ও করতে হবে। তবে, যেহেতু তৃণমূল সব এলাকায় হেল্প-ডেস্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে, তাই তাদের বিএলএ সংখ্যা বিজেপির তুলনায় অনেকাটাই কম, বলে মনে করা হচ্ছে।

বুধবার পর্যন্ত সব রাজনৈতিক দল মিলিয়ে প্রায় ৯৯ হাজার বিএলএ নিযুক্ত করা হয়। যার মধ্যে সবচেয়ে বেশি বিএলএ নিযুক্ত করেছে বিজেপি। প্রায় ৩৫,৬০০। তৃণমূলের বিএলএ সংখ্যা সেখানে ২৮ হাজার। সিপিএম বিএলএ নিয়োগ করেছে ২৭ হাজার এবং কংগ্রেস ৬৮০০।