শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে বুধবার অনুষ্ঠিত হল Maruti Suzuki সংস্থার বিশেষ প্লেসমেন্ট ক্যাম্পাস ড্রাইভ (Maruti Suzuki placement)। আয়োজক প্রতিষ্ঠান Shalboni Private ITI। সকালে শুরু হওয়া এই চাকরির ড্রাইভে দেখা গেল রাজ্য ও ভিনরাজ্যের ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও বিহারের বেশ কিছু আইটি আই কলেজের ছাত্রছাত্রীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেন।
প্রায় ৩৫ থেকে ৪০টি আইটি আই কলেজের প্রতিনিধিত্ব করে শতাধিক ছাত্রছাত্রী প্লেসমেন্ট পরীক্ষায় অংশ নেন। Maruti Suzuki সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সংস্থার বিভিন্ন উৎপাদন ইউনিটে প্রযুক্তিগত দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে, এবং যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের ৩৪,০০০ টাকার প্রারম্ভিক বেতন দেওয়া হবে বলে সংস্থার আধিকারিকরা জানান।
আইটি আই-এর ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার উদয় ডাঙ্গর বলেন, “Maruti Suzuki-র মতো একটি নামী কোম্পানি আজ আমাদের প্রতিষ্ঠানে প্লেসমেন্ট ড্রাইভ করছে এটি আমাদের ছাত্রদের জন্য গর্বের মুহূর্ত। আজ মেকানিক্যাল, ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার ও অটোমোবাইল ট্রেডের ছাত্রছাত্রীরা এই সুযোগের জন্য আবেদন করেছে। সংস্থার দেওয়া বেতন ও সুযোগ সুবিধাই এত বড় ভিড়ের অন্যতম কারণ।”

প্রিন্সিপাল দেবরাজ সামন্ত বলেন, “আমাদের প্রতিষ্ঠান সবসময়ই শিক্ষার সঙ্গে কর্মসংস্থানকে যুক্ত করতে চায়। সেই লক্ষ্যে প্রতি বছরই বিভিন্ন নামী কোম্পানিকে আমরা আমন্ত্রণ জানাই। শালবনি প্রাইভেট আইটি আই-এর ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্পাস ড্রাইভ আয়োজন করে যাতে সব কলেজের ছাত্রছাত্রীই অংশ নিতে পারেন।”
তিনি আরও জানান, “এই বছরের প্লেসমেন্ট ড্রাইভে রাজ্যের পাশাপাশি বিহার ও ওড়িশা থেকেও ছাত্ররা এসেছে, যা এই উদ্যোগের সাফল্যের প্রমাণ। ভবিষ্যতে আরও বড় শিল্প সংস্থাকে আমরা এখানে নিয়ে আসব, যাতে রাজ্যের প্রযুক্তিগত শিক্ষার্থীরা সরাসরি চাকরির সুযোগ পান।”
চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল প্রবল উচ্ছ্বাস। অনেকেই জানান, Maruti Suzuki-র মতো সংস্থায় কাজ করার সুযোগ পাওয়া তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এক বিশাল পদক্ষেপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইটি আই পাস ছাত্ররা বলেন, “এই ধরনের ক্যাম্পাস ড্রাইভ বেশি হলে আমাদের মতো শিক্ষিত টেকনিক্যাল ছাত্রদের আর বেকার থাকতে হবে না।”
Maruti Suzuki-র প্রতিনিধি দলের এক সদস্য জানান, “আমরা পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের আইটি আই ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা দেখে মুগ্ধ। আমরা চাই এই অঞ্চলের আরও বেশি শিক্ষার্থী জাতীয় পর্যায়ের শিল্পক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করুক।”
দিনভর উচ্ছ্বাস ও কর্মতৎপরতায় মুখর ছিল পুরো ক্যাম্পাস। প্রশিক্ষক, ছাত্রছাত্রী ও কোম্পানির প্রতিনিধিদের মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হল এই নিয়োগ অভিযান। সার্বিকভাবে দেখা গেল, শালবনি প্রাইভেট আইটি আই-এর এই উদ্যোগ কেবল পশ্চিম মেদিনীপুর নয়, গোটা রাজ্যের প্রযুক্তিগত শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
