কলকাতা: SIR আতঙ্কে মৃতদের বাড়ি বাড়ি গিয়ে সান্ত্বনা দিচ্ছে শাসকদলের প্রতিনিধিরা। এই আবহেই উঠে এল আরও এক ব্যক্তির মৃত্যুর খবর। সোমবার নদিয়ার তাহেরপুরের কৃষ্ণচকপুর মন্ডলপাড়ার বাসিন্দা শ্যামল কুমার সাহা (৭০) মৃত্যু হয়। পেশায় তিনি একজন হকার ছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুর জন্য ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়াকেই দায়ী করেছে বৃদ্ধের পরিবার।
পুলিশ সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে SIR প্রক্রিয়া শুরু হতেই দুশ্চিন্তায় ভুগছিলেন বৃদ্ধ। পরিবারের দাবী, বেশ কয়েকদিন ধরে খাওাদাওয়া বন্ধ করে দিয়েছিলেন শ্যামল কুমার সাহা।
তাঁর স্ত্রী বলেন, “ভোটার তালিকায় নাম না থাকলেও প্রয়োজনীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং সম্পত্তির কাগজপত্র ছিল। তা সত্ত্বেও দুশ্চিন্তা পিছু ছাড়ছিল না তাঁর”। ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বৃদ্ধের পরিবারের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ৪ নভেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR)। যা শুরুর আগেই পানিহাটির প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুমগে। এরপর রাজ্যে প্রায় ৬ জনের মৃত্যুর পেছনে এসআইআর-কে দায়ী করে সুর চড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
মৃতদের পরিবারের সঙ্গে দেখা এবং সাহায্যের জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। যদিও, এসআইআর-এর জন্য মৃত্যুর অভিযোগ মানতে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সোমবার এসআইআর (SIR)-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাম-কংগ্রেস। মঙ্গলবার এই মামলার শুনানি শুনবে সর্বোচ্চ আদালত।


