কলকাতা: রাত পোহালেই শুরু ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR)। তার আগেই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। ২০০২ নয়, দক্ষিণ ২৪ পরগণার কুলপিতে ২০০৩-এর খসড়া ভোটার তালিকাকেই SIR-এর সূচক হিসেবে ধরেছে নির্বাচন কমিশন! এই নিরিখে মুখ্য নির্বাচন কমিশনারকে (CEO) চিঠি দিল রাজ্যের শাসকদল।
https://x.com/AITCofficial/status/1985373068861251980
সোমবার সন্ধ্যায় তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিযোগ পত্রটি পোস্ট করা হয়। সেইসঙ্গে প্রশ্ন তোলা হয়, “কুলপিতে আইনত বাধ্যতামূলক ২০০২ সালের SIR তালিকার পরিবর্তে ত্রুটিপূর্ণ ২০০৩ সালের তালিকা কেন ব্যবহার করা হচ্ছে? যখন ভোটার তালিকার (Voter List) অখণ্ডতাই প্রশ্নবিদ্ধ, তখন নাগরিকরা কীভাবে এই প্রক্রিয়ার উপর আস্থা রাখবেন?” সেইসঙ্গে বলা হয়, “নির্বাচন কমিশনের এই স্বচ্ছতার অভাব নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতার উপর জনসাধারণের আস্থাকে ক্ষুণ্ন করছে। গণতন্ত্র যখন দুর্বল হয়ে পড়ছে তখন বাংলা চুপ করে থাকবে না।”
আগামীকাল তৃণমূলের SIR-বিরোধী মিছিল
আগামীকাল, অর্থাৎ ৪ নভেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন। আর মঙ্গলবারেই SIR-এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বাংলার মানুষকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মধ্যে কুলপিতে ভুল ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে SIR প্রক্রিয়া চালানো হচ্ছে বলে তোপ দেগেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।


