২১ থেকে ৩১ ডিসেম্বর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

train

হাওড়া: ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনে (Howrah Division local train)। পূর্ব রেলের অধীনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দফায় দফায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল–কাটোয়া শাখা ছাড়াও অন্যান্য শাখায় এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেল সূত্রে খবর, মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এই ব্লকের জেরেই একাধিক লোকাল ট্রেন বাতিল, কিছু ট্রেন আংশিক পথে চলবে এবং কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শীতের মরশুমের মাঝামাঝি এবং বড়দিন ও নিউ ইয়ার উৎসবের আগে এই সিদ্ধান্ত নেওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

   

২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যান্ডেল–কাটোয়া শাখায় সম্পূর্ণ বাতিল থাকছে দুটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন। এর মধ্যে ব্যান্ডেল থেকে ছাড়ার কথা থাকা ৩৭৭৪৯ এবং কাটোয়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৭৪৮ নম্বর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই রুটে প্রতিদিন অফিসযাত্রী, পড়ুয়া ও ব্যবসায়িক যাত্রীর সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় বিকল্প পরিবহণ ব্যবস্থার উপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও ২৭, ৩০ এবং ৩১ ডিসেম্বর একই শাখায় ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনগুলিতে ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ এবং কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর লোকাল ট্রেন চলবে না। রেল কর্তৃপক্ষ আগাম বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের ট্রেন সূচি দেখে যাত্রা করার পরামর্শ দিয়েছে।

শুধু ট্রেন বাতিলই নয়, কিছু লোকাল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে ২২ ও ২৩ ডিসেম্বর ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া লোকাল পূর্বনির্ধারিত দুপুর ২টা ৪৫ মিনিটের বদলে বিকেল ৩টায় যাত্রা শুরু করবে। ফলে ওই দিনগুলিতে হাওড়াগামী যাত্রীদের কিছুটা দেরিতে গন্তব্যে পৌঁছাতে হতে পারে।

একাধিক এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও যাত্রাপথ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর ১৩৪২১ নবদ্বীপ ধাম–মালদা টাউন এক্সপ্রেস এবং ২৭, ২৮, ৩০ ও ৩১ ডিসেম্বর ১৩৪৩১ নবদ্বীপ ধাম–বালুরঘাট এক্সপ্রেস নির্দিষ্ট কয়েকটি স্টেশনে না থেমে অথবা আংশিক পথে চলবে বলে জানানো হয়েছে।

এদিকে ২১ ডিসেম্বর শনিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় আলাদা করে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ওই দিনের জন্য পৃথক বিবৃতি জারি করে একাধিক লোকাল ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল। হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, আরামবাগ ও কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা থাকা বেশ কয়েকটি লোকাল ট্রেন ওই দিন বাতিল থাকবে।

পাশাপাশি ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ২১ ডিসেম্বর তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে। এছাড়া ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নির্ধারিত সময় দুপুর ১২টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই সাময়িক অসুবিধার বিনিময়ে ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও মসৃণ হবে। যাত্রীদের যাত্রার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ অথবা হেল্পলাইনের মাধ্যমে সর্বশেষ আপডেট জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন