শিয়ালদহ: কালীপুজোয় যাত্রীদের বাড়তি চাহিদা সামলাতে পূর্ব রেলের (Eastern Railway) বিশেষ সিদ্ধান্ত শিয়ালদহ শাখায় চলবে একাধিক রাতের স্পেশাল ট্রেন। কলকাতা ও সংলগ্ন শহরতলির স্টেশনগুলিতে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে কালীপুজোর রাত এবং দীপাবলির সময় বাড়তি ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর রুটে বিশেষ ট্রেন চলবে। সব ট্রেনই প্রতিটি স্টেশনে থামবে, যাতে সাধারণ যাত্রীরা সুবিধা পান। কালীঘাট, দক্ষিণেশ্বর ও অন্যান্য মন্দিরে দর্শনার্থীর ভিড় বাড়বে বলেই এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব রেলের তরফে এক আধিকারিক জানান, “দীপাবলি ও কালীপুজোর সময় সাধারণত রাতভর ভিড় থাকে। যাত্রীদের অসুবিধা কমাতে আমরা একাধিক স্পেশাল ট্রেন চালাচ্ছি।”
একনজরে কালীপুজো স্পেশাল ট্রেনগুলির সময়সূচি:
শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ট্রেন:
সোমবার রাত ১১টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১২টা ১৫ মিনিটে পৌঁছবে ডানকুনিতে। ফেরার ট্রেন ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে।
শিয়ালদহ-বারাসত স্পেশাল ট্রেন:
সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। ফেরার ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
বনগাঁ-বারাসত স্পেশাল ট্রেন:
বনগাঁ থেকে রাত সাড়ে ১২টায় ছাড়বে। রাত দেড়টায় পৌঁছবে বারাসতে। ফেরার ট্রেন ছাড়বে রাত ২টোয় এবং বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে।
শিয়ালদহ-রানাঘাট স্পেশাল ট্রেন:
শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে। রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। ফেরার ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।
শিয়ালদহ-বারুইপুর স্পেশাল ট্রেন:
রাত সাড়ে ১২টায় শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে পৌঁছবে বারুইপুরে। ফেরার ট্রেন ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ২টা ১০ মিনিটে।
পূর্ব রেল আরও জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ৬টি অতিরিক্ত এসি লোকাল ট্রেনও চালানো হবে কালীপুজো ও দীপাবলির রাতে। প্রতিটি ট্রেনেই থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রেল পুলিশ মোতায়েন।
এছাড়া রাজ্য সরকারের অনুরোধে নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোনও ট্রেন থামবে না। তার পরিবর্তে ওই সময়ের সমস্ত ট্রেন থামবে ৫ অথবা ৬ নম্বর প্ল্যাটফর্মে।
পূর্ব রেলের এক সিনিয়র আধিকারিক বলেন, “গত বছর কালীপুজোর রাতে যাত্রী সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল। তাই এবার আগাম প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত ট্রেনের পাশাপাশি স্টেশনে বাড়ানো হচ্ছে সিকিউরিটি ও স্টাফ। যাত্রীদের অনুরোধ, আগে থেকে ট্রেনের সময় জেনে যাত্রা করুন।”