সরকারি চাকরিজীবী পাত্র খুঁজে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ

মিলন পণ্ডা, দিঘা ( পূর্ব মেদিনীপুর ) সরকারি চাকরিজীবী পাত্র খুঁজতে গিয়ে বিপাকে তরুণী (Digha woman rape case)। সরকারি চাকুরীজীবি পাত্র খুঁজে যাওয়ার নাম করে…

digha-groom-fraud-woman-rape-case-arrest

মিলন পণ্ডা, দিঘা ( পূর্ব মেদিনীপুর ) সরকারি চাকরিজীবী পাত্র খুঁজতে গিয়ে বিপাকে তরুণী (Digha woman rape case)। সরকারি চাকুরীজীবি পাত্র খুঁজে যাওয়ার নাম করে সৈকত নগরী দিঘায় নিয়ে এসে যুবতীকে সহবাস ও প্রতারণার করার অভিযোগে গ্রেফতার হল যুবক। যুবতী’র অভিযোগের ভিত্তিতে দিঘা থানায় পুলিশ মুম্বাই থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Advertisements

পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক মামুদ আলি মণ্ডল। তার বাড়ি উত্তর ২৪ পরগনার জেলার আমডাঙা থানার বাড়গাছিয়া এলাকায়। মঙ্গলবার যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত’কে মুম্বাই থেকে ট্রানজিত হেফাজতে নিয়ে সোমবার দিঘা নিয়ে আসে পুলিশ।

   

ভারতই ভবিষ্যৎ—দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

পুলিশ ও স্থানীয় সূএে খবর, উত্তর ২৪ পরগনার জেলার আমডাঙা থানার বাড়গাছিয়া এক যুবতী’র সঙ্গে গত কয়েক মাস আগে আলাপ হয় মামুদ আলি মণ্ডলের। এদিকে যুবতী পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। ওই যুবক ঘটকের কাজ করে বলে ওই যুবতী’কে জানাই। সরকারি চাকুরিজীবি পাত্র তার হাতে রয়েছে।

তারজন্য যুবতীকে দিঘায় যাওয়ার প্রস্তাব দেয়। মামুদের কথামতো ওই যুবতী দিঘায় চলে আসেন। পাত্রের সঙ্গে দেখা করানোর নাম করে একটি হোটেলের ঘরভাড়া নেয়। যুবতীর অভিযোগ, তারপর মামুদ নানা প্রলোভন দিয়ে সহবাস করে। পরে ওই যুবতী তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সে এড়িয়ে যেতে থাকে। যোগাযোগ বন্ধ করে দেয়। শেষমেশ যুবতী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

তাঁকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে মামুদ। এরপর গত ১৯ ই অক্টোবর আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবতী। যেহেতু দিঘায় ঘটনাটি ঘটেছে, তাই সেখানকার পুলিশ পরবর্তীকালে একটি জিরো এফআইআর করে মামলাটি দিঘা থানায় স্থানান্তির করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে দিঘা থানার পুলিশ। মোবাইল ফোনে টাওয়ার লোকেশন সূত্র ধরে ওই যুবকের মুম্বাই সন্ধান পায়। দিঘা থানার একটি তদন্তকারী দল মুম্বাই পৌঁছায়। সেখান থেকে ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করে। মুম্বাই একটি আদালত থেকে ট্রানজিত হেফাজত নিয়ে দিঘা নিয়ে আসে।

দিঘা থানার ওসি অমিত প্রামাণিক বলেন ” অভিযোগের ভিত্তি তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে স্বার্থে অভিযুক্ত যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

Advertisements