কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, বর্ষবরণে নজরদারি দিঘায়

দিঘা: বছর শেষের উৎসবকে ঘিরে একেবারে নতুন রূপে সাজতে চলেছে সমুদ্রনগরী দিঘা (Digha)। সামনেই বড়দিন, তারপরেই বর্ষবরণ। এই দুই উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক ভিড়ের আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণেই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।

২৫ ডিসেম্বর থেকেই গোটা দিঘা শহর আলোয় আলোয় ঝলমল করে উঠবে। দীঘা উন্নয়ন পর্ষদের উদ্যোগে নিউ দীঘা, ওল্ড দীঘা, জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা এবং বিস্তীর্ণ সমুদ্রসৈকত এলাকায় বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। সন্ধ্যা নামলেই আলোর সাজে একেবারে অন্যরকম চেহারা নেবে দিঘা, যা পর্যটকদের কাছে হবে বাড়তি আকর্ষণ।

   

উৎসবের মরশুমে পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘা উন্নয়ন পর্ষদের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে জেলাশাসক, ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, ট্রাফিক পুলিশ, দিঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক এবং হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, এবছর পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

জেলাশাসক জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, সমুদ্রসৈকত এলাকায় নজরদারি এবং ভিড় নিয়ন্ত্রণে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। নিউ দিঘা ও ওল্ড দিঘার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি, সি-সাইড মনিটরিং জোরদার করা হবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রতিবছর উৎসবের সময় হোটেলের ভাড়া বাড়ানো নিয়ে পর্যটকদের অভিযোগ ওঠে। এই অনৈতিক ভাড়া বৃদ্ধি বা কালোবাজারি বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। জেলাশাসক স্পষ্ট করে জানিয়েছেন, উৎসবের মরশুমে ইচ্ছাকৃতভাবে ভাড়া বাড়ালে তা দীর্ঘমেয়াদে পর্যটন ব্যবসার ক্ষতি করবে। প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

এবছরও সমুদ্রসৈকত জুড়ে বিচ সাইড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত ও বিনোদনের নানা আয়োজন থাকবে পর্যটকদের জন্য। দিঘা-সংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সমুদ্র ধারেই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানান, বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে দিঘায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। সিসিটিভি নজরদারি, কুইক রেসপন্স টিম, নিয়মিত টহল এবং সমুদ্রসৈকতে লাইফগার্ড ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত থাকবে।

বর্ষবরণে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে আতশবাজির প্রদর্শনী। দিঘা-সংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্রপাড়ে অলিম্পিকের আদলে এক বিশাল আতশবাজির অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এখনও পরিবেশ দপ্তরের ছাড়পত্র মেলেনি। অনুমতি পাওয়া গেলে পর্যটকরা এক নজরকাড়া আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন