শিশুকন্যাকে যৌন নির্যাতন! চাঞ্চল্য খেজুরিতে

child-sexual-assault-khejuri-east-medinipur-minor-arrested

মিলন পণ্ডা, খেজুরি ( পূর্ব মেদিনীপুর ) শিশু কন্যার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল এক নাবালক। এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisements

অভিযোগ, সাড়ে চার বছরের শিশু কন্যাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক প্রতিবেশী যুবক যৌন হেনস্তা করে বলে অভিযোগ। ঘটনার পর শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে তার মাকে সমস্ত ঘটনা জানায়। তার মা দেখতে পায় শিশু কন্যার যৌনাঙ্গ রক্তাক্ত হয়ে গেছে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ছট পুজোয় নিজের ছবিকে করে তুলুন অনন্য! রইল Gemini AI-এর ৭টি দুর্দান্ত প্রম্প্ট

বিজেপি’র পরিচালিত খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কলিপদ মণ্ডল ব্যক্তিগতভাবে চেষ্টা করেন ঘটনাটি “চুপিচুপি মিটমাট” করে ফেলার। অভিযোগ, প্রথমে ভুক্তভোগী পরিবারের হাতে ৩০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয় যাতে তাঁরা বিষয়টি প্রকাশ না করেন। কিন্তু পরিবারের তরফে আরও টাকা দাবি করা হলে সেই চুক্তি ভেস্তে যায়।

এরপরই পরিবারের সদস্যরা সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন, এবং তালপাটিঘাট কোষ্টাল থানার পুলিশের দ্রুত তৎপরতায় নাবালক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জেল হাজতের নির্দেশ দেন।

Advertisements

খবর পেয়েই নির্যাতিতার বাড়িতে যান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পণ্ডা, জেলা যুব তৃণমূলের সভাপতি শেখ জালাল উদ্দিন খাঁন, খেজুরি ২ ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাস সহ অন্যান্য নেতৃত্ব। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি শেখ জালালউদ্দিন খাঁন হেঁড়িয়া তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডাকেন। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব। পীষুষ কান্তি পণ্ডা বলেন ” এই জঘন্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন খেজুরি পঞ্চায়েতের প্রধান কালিপদ মণ্ডল।

তিনি এই ঘটনার তীব্র ধিক্কার জানান। প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি করেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন “। যদিও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ মণ্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।