Sunday, December 7, 2025
HomeWest BengalSouth Bengalরক্তদান শিবির নিয়ে উত্তপ্ত ভাঙড়ে তৃণমূল বনাম ISF বিতর্কে চলল গুলি!

রক্তদান শিবির নিয়ে উত্তপ্ত ভাঙড়ে তৃণমূল বনাম ISF বিতর্কে চলল গুলি!

- Advertisement -

ভাঙড়ে ফের অশান্তির রেশ (Bhangar Shoot Out)। রবিবার ভরসন্ধ্যায় পোলেরহাট এলাকায় রক্তদান শিবিরের প্রস্তুতিকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা, তার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে অভিযোগ স্থানীয়দের।

নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

   

ঘটনার পরেই আতঙ্কে দিশেহারা পোলেরহাটের সাধারণ মানুষ। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়,আগামী ২৩ নভেম্বর ভাঙড়ের পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায় একটি রক্তদান শিবির করার কথা আইএসএফের। সেই নিয়ে দু’পক্ষের বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল। সেই উত্তেজনাই এদিন চরমে পৌঁছে ধস্তাধস্তি থেকে গুলিবর্ষণে গড়ায়।

অশান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় পুলিশি টহল। সম্ভাব্য আরও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কোন পক্ষ থেকে গুলি চলেছে বা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক রেষারেষির জেরে সাধারণ মানুষের জীবনে বারবার আতঙ্কের দেখা দিচ্ছে। প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্থিতিশীল করুক।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে অশান্তির আবহে এখনও সুরক্ষিত নয় পোলেরহাট, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকায় কড়া নজরদারি চালানো হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular