ফের ভয়ের ভাঙড়ে ‘চলল গুলি’, সংঘর্ষে তৃণমূল-ISF

৬ ডিসেম্বর কলকাতার মেয়ো রোডের সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তখনই ভাঙড়ে (Bhangar) ফের উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতাদের লক্ষ্য…

bhangar-political-clash-between-tmc-vs-isf-latest-news-update

৬ ডিসেম্বর কলকাতার মেয়ো রোডের সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তখনই ভাঙড়ে (Bhangar) ফের উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষের মূল কেন্দ্রস্থল হিসেবে ধরা পড়েছে ভাঙড় ও তার উত্তর কাশীপুরের কাঁঠালিয়া এলাকা।

Advertisements

ফের বাংলাভাগের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

   

তৃণমূলের অভিযোগ, আগামীকাল তাদের ছাত্র পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষস্থানীয় নেতা শওকত মোল্লা সহ একাধিক নেতা। সভার প্রস্তুতির সময়, এলাকায় জমায়েত শুরু হয়। এ সময়ই স্থানীয় বিরোধী দল আইএসএফের পক্ষ থেকে হামলার চেষ্টা করা হয়। প্রথমে বচসার ঘটনা ঘটে এবং পরবর্তীতে ISF পক্ষ থেকে লক্ষ্যভিত্তিক গুলি চালানোর অভিযোগ তুলেছেন শাসক দলের নেতারা।

এ ঘটনায় রাস্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ টহল। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছায়া রয়েছে।

উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের কারণে ভাঙড়ের এই অঞ্চল উত্তপ্ত হয়েছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে এলাকায় এখনো সাড়া রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামীকালের সভার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।স্থানীয়রা আশঙ্কা করছেন, সামান্য উত্তেজনাই বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। তাই পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারির তৎপরতা অব্যাহত রয়েছে।

Advertisements