শুভেন্দু গড়ের গুরুত্বপূর্ণ বিধানসভায় BJP প্রার্থী কে? ঘোষণা করলেন খোদ বিধায়ক

Ashok Dinda self declared BJP candidate from Moyna for Assembly Election 2026

২০২৬ বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে রাজ্যে সব রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। ঠিক তখনই এক নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি (BJP) বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে নির্বাচিত এই বিধায়ক প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আসন্ন নির্বাচনে তিনিই ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন।

Advertisements

রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীতে মঞ্চে দাঁড়িয়ে অশোক দিন্দা বলেন, “২০২৬ সালে ময়না থেকে আমি-ই দাঁড়াবো। ৯৯.৯ শতাংশ আমিই প্রার্থী হচ্ছি। বিজেপি দলে আগে থেকে বলা যায় না ঠিকই, কিন্তু এই ব্যাপারে আমি নিশ্চিত। গত সাড়ে চার বছর ধরে ময়নাতেই পড়ে আছি, মানুষের কথা ভেবেই কাজ করেছি। তাই ময়নার মানুষ আমার সঙ্গেই থাকবেন।”

   

এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দিন্দার মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপির মতো জাতীয় দলে এভাবে নিজেকে নিজে প্রার্থী ঘোষণা করা সাংগঠনিক শৃঙ্খলার অভাবকেই তুলে ধরে। কেউ কেউ বলছেন, বঙ্গ বিজেপির সংগঠনে ফাঁকফোকর বহুদিন ধরেই স্পষ্ট, দিন্দার বক্তব্য তাতে ঘি ঢেলেছে মাত্র।

অনেকে আবার বলছেন, সাম্প্রতিক কালে বঙ্গ বিজেপিতে অনুপ্রেরণার ঘাটতি এবং দলীয় নেতৃত্বের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটে নিজের অনুগামীদের মনোবল বাড়াতেই দিন্দা এমন ঘোষণা করে থাকতে পারেন। রাজনীতির ময়দানে ‘সামনে থেকে নেতৃত্ব’ দেওয়ার জন্যই হয়তো নিজের প্রার্থী হওয়াটা নিশ্চিত করতে চেয়েছেন তিনি।

এদিকে, তৃণমূল কংগ্রেসের শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। তাদের মতে, রাজ্যে উন্নয়নই আসন্ন নির্বাচনে তাঁদের প্রধান অস্ত্র হবে। বিজেপির অন্তর্কলহ এবং সাংগঠনিক দুর্বলতা তাদের জয়যাত্রায় কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেই তারা মনে করছে।

Ashok Dinda self declared BJP candidate from Moyna for Assembly Election 2026

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements