কলকাতা: ‘অনুপ্রবেশ’ ও ‘সীমান্তরক্ষা’ নিয়ে সুর চড়ানো বিজেপির রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) ‘কাঁটাতার’ মন্তব্যে ব্যাপক রাজনৈতিক ঝড়! সম্প্রতি বিজেপি সাংসদকে বলতে শোনা যায়, “বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে কোনও কাঁটাতার থাকবে না। দুই দেশ আবার এক হবে!” তাঁর এই মন্তব্যে তীব্র কটাক্ষ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
জগন্নাথের মন্তব্যকে বিজেপি ‘হিপোক্রিসি’ বলে কতাক্ষা করলেন তিনি। শনিবার এক্সে জগন্নাথের ওই ভাষণের একটি অংশ শেয়ার করে অভিষেক লেখেন, ‘”বিজেপির ভন্ডামি আরও নীচে নেমে গিয়েছে! রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না – উভয় দেশ আবার এক হয়ে যাবে!”
https://x.com/abhishekaitc/status/1984478904778965209
“কিন্তু অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), ওই সীমান্ত রক্ষার জন্যই পর্যাপ্ত জমি দেওয়া হচ্ছে না বলে রাজ্য সরকারকে দোষারোপ করে চলেছেন!” বলে তোপ দাগেন অভিষেক। ভারত-বাংলাদেশ ‘এখওা নিয়ে’ মন্তব্যের জন্য রাণাঘাটের সাংসদকে সত্বর বহিষ্কারের দাবীতে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এক্সে তিনি লেখেন, “বিজেপি যদি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি বিজেপি এবং যে পি নাড্ডাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। তাঁরা যদি মৌন থাকেন, তাহলে ধরে নেওয়া হবে, দলের সুপ্রিমোদের পরামর্শ নিয়েই রাণাঘাটের সাংসদ ওই মন্তব্য করেছেন”।
এরপর ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে সুর চড়িয়ে অভিষেক বলেন, “এটা জাতীয়তাবাদ নয় – এটা প্রতারণা। এসআইআরের (SIR) নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে! ভন্ডামি এবং বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক মিশ্রণ!”
