কলকাতা: চলতি মরশুমে শীতের দাপট সে ভাবে মালুম হয়নি৷ কিছুদিন ঝোড়ো ব্যাটিং করলেও, দক্ষিণবঙ্গে থিতু হতে পারেনি শীত৷ ভরা মাঘে লেগেছে বসন্তের ছোঁয়া৷ দিনের বেলা শীত কার্যত উধাও৷ রাতের দিকে অবশ্য হালকা ঠাণ্ডা ভাব থাকছে৷ তবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই আর নেই৷ তবে কি শীতের বিদায় ঘণ্টা বেজেই গেল?
সরস্বতী পুজোর পর কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা কমেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ দিনের বেলায় বেশ গরম ভাব থাকছে। এদিকে, বৃহস্পতিবার থেকে ফের পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগমীকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তারপরের ২ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমতে পারে। তবে, আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না৷ আগামী ১০ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস সেই৷ আবহাওয়া শুষ্কই থাকবে৷ উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও কনকনে শীত আর ফিরবে না৷
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ফেব্রুয়ারি মাসে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে।
জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত।