দক্ষিণবঙ্গে চড়বে পারদ, কালবৈশাখীর স্বস্তি কোন কোন জেলায়?

কলকাতা: ফের গরমের দাপটে কাবু হতে চলেছে দক্ষিণবঙ্গ। তবে আশার কথা, সন্ধ্যা গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,…

South Bengal Weather

কলকাতা: ফের গরমের দাপটে কাবু হতে চলেছে দক্ষিণবঙ্গ। তবে আশার কথা, সন্ধ্যা গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই বৃষ্টি হতে পারে৷ 

গ্রীষ্মকালীন কালবৈশাখী South Bengal Weather

আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ মে থেকে ৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ একে গ্রীষ্মকালীন কালবৈশাখী বলা হচ্ছে। ৮ মে থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ—এই জেলাগুলিতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

   

উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষণ সম্ভাবনা South Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ১০ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা বাড়বে সপ্তাহের শেষে

গরম থেকে এখনই মুক্তির আশা নেই। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইরকম পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্যও।

তাপপ্রবাহের আশঙ্কা নেই আপাতত

তবে আপাতত স্বস্তির খবর—রাজ্যে এখনও পর্যন্ত তাপপ্রবাহ বা ‘হিট ওয়েভ’-এর কোনও ইঙ্গিত নেই। তবে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে বলেই মত আবহাওয়াবিদদের।

West Bengal: South Bengal braces for heat again! But evening brings chances of thunderstorms and rain. Weather office forecasts rain in most South Bengal districts from May 5-7. Rain also expected in North Bengal. Get the details