দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর সম্ভাবনা, কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: চৈত্র শেষে স্বস্তির খবর৷ আকাশ কালো করে ঝেঁপে নামবে বৃষ্টি৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।…

south bengal storm rain forecast

কলকাতা: চৈত্র শেষে স্বস্তির খবর৷ আকাশ কালো করে ঝেঁপে নামবে বৃষ্টি৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও করা হয়েছে। (south bengal storm rain forecast)

south bengal storm rain forecast বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ

আজ সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বিকেল কিংবা রাতের দিকে মহানগরীতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির দাপট, তবে সোমবার থেকে কিছুটা কমবে বৃষ্টির তীব্রতা। আবার বুধবার থেকে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যদিও বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

south bengal storm rain forecast কালবৈশাখীর দাপট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালবৈশাখীর দাপট সবচেয়ে বেশি দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের প্রকোপও থাকতে পারে। এই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে কিছু পার্বত্য এলাকায়, বিশেষ করে দার্জিলিঙের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, ভিন রাজ্য আসাম ও মেঘালয়েও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

সব মিলিয়ে, আজ রবিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে বেশ উত্তাল। তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনায় চাষাবাদ ও যাতায়াতে প্রভাব পড়তে পারে।

West Bengal: South Bengal braces for stormy weather as Kalbaisakhi showers hit multiple districts. Alipore Meteorological Department predicts thunderstorms, gusty winds, and hail in some areas. Kolkata may see rain by evening. Stay updated on the latest weather alerts.