শুধু বৃষ্টি নয়, আসছে শিলাবৃষ্টি-ঝোড়ো হাওয়া! কবে, কোথায়?

কলকাতা: দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার বিকেল থেকে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের…

south bengal rains relief

কলকাতা: দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার বিকেল থেকে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিন ধরে চলবে এই ঝড়-বৃষ্টির ধারা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দুটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

   

বৃষ্টিতে মিলবে স্বস্তি, সতর্কতা থাকছেই 

সোমবার থেকে দক্ষিণবঙ্গের আরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য south bengal rains relief

উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গজুড়ে এই বৃষ্টির ধারা যেমন গরম থেকে স্বস্তি দেবে, তেমনই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও থেকে যাচ্ছে। তাই সকলকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

West Bengal: South Bengal finally gets relief from the intense heatwave with light to moderate rainfall. Weather department forecasts more thunderstorms and Kalbaishakhi in several districts over the next 3-4 days. North Bengal to experience heavy rainfall. Fishermen warned against venturing into the sea.