কলকাতা: সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির দাপট। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরে সোমবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই রবিবার থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
সোম থেকে বাড়বে বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলে ভিজবে কোন কোন জেলা South Bengal Rain Forecast
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরের বহু জায়গায় মাঝারি বৃষ্টি হয়েছে। জলীয় বাষ্পের কারণে বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। রবিবার থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টি সোমবারও বজায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে।
বর্তমানে রাজ্যে বর্ষা অত্যন্ত সক্রিয়। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে সারা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।