বৃষ্টির আগমনী বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়ের টিজার, বর্ষার অপেক্ষায় বাংলা

দমবন্ধ গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। গরম যেন পেছন ছাড়ছে না! কিন্তু স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর—আজ, বুধবার থেকেই রাজ্যে ঢুকছে ঝড়-বৃষ্টির পালা। আর…

Kolkata rain alert

দমবন্ধ গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। গরম যেন পেছন ছাড়ছে না! কিন্তু স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর—আজ, বুধবার থেকেই রাজ্যে ঢুকছে ঝড়-বৃষ্টির পালা। আর এই বদলের নেপথ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্ত।

Advertisements

 আজ থেকেই আবহাওয়ার মোড় ঘোরাচ্ছে দক্ষিণবঙ্গে

বুধবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০–৪০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, উপকূলবর্তী জেলাগুলিতে তা আরও তীব্র হতে পারে। হাওয়া অফিসের তরফে জারি হয়েছে হলুদ সতর্কতা।

যে জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা South Bengal Rain Forecast

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার (১২ জুন) এই তালিকায় জুড়বে বাঁকুড়াও। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় টানা তিনদিন জারি থাকবে হলুদ সতর্কতা।

   

কলকাতার খবর?

রাজ্য রাজধানী শহরেও আজ থেকেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া। আজ, কাল, এমনকি শনিবার পর্যন্ত কলকাতার আকাশে থাকছে ঝড়বৃষ্টির ঝুঁকি।

 বর্ষা কবে আসছে?

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। তবে বৃহস্পতিবার থেকে পরবর্তী ছ’দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে নিয়মিত বৃষ্টি হলে বর্ষা ঢুকতে আর বেশি দেরি হবে না বলেই মনে করছেন আবহবিদরা।

 উত্তরবঙ্গে বর্ষা ঢুকেই দিয়েছে

উত্তরবঙ্গে বর্ষা আগেই এসেছে, সঙ্গে এনেছে টানা বৃষ্টি আর দুর্যোগ। আজ থেকেই পার্বত্য অঞ্চলের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত আবহাওয়া থাকবে একেবারেই খারাপ, সঙ্গে রয়েছে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা।