কলকাতা: টানা কয়েকদিন হাঁসফাঁস গরমে কাবু হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গ। অবশেষে সেই ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ৫ মে পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে।
তীব্র গরমে নাজেহাল জনজীবন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বৃষ্টির পরশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই শুরু হচ্ছে প্রাক-বর্ষার ঝড়বৃষ্টি। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় তা বেড়ে দাঁড়াতে পারে ৫০ কিমি পর্যন্ত।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে সপ্তাহজুড়ে
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় আগামী পাঁচ দিন চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ-সহ পাহাড় এবং সমতলের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা কিছুটা কমেছে, আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই South Bengal rain forecast
বৃষ্টির দৌলতে কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনও ওঠানামার সম্ভাবনা নেই।
আজ শহরের বাতাসে সর্বাধিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। ফলে কিছুটা আর্দ্রতা থাকলেও আগের মতো অসহনীয় গরম অনুভূত হচ্ছে না।
পরামর্শ
আবহাওয়া দফতর সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় সাবধানে চলাফেরা করতে, ছাউনিবিহীন জায়গায় না দাঁড়াতে এবং বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার এড়াতে।
West Bengal: South Bengal, including Kolkata, to experience thunderstorms and rain from today until May 5, bringing relief from the intense heatwave. Gusty winds expected. North Bengal also to receive rainfall.