মেঘলা আকাশ দক্ষিণে! ফের নিম্নচাপ? শীত আসতে আর ক’দিন?

South Bengal Rain Forecast

কলকাতা: ফের দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দফায় দফায় বৃষ্টি হবে কলকাতা-সহ একাধিক জেলায়। তবে, কি ফের ঘনাচ্ছে নিম্নচাপ?

Advertisements

কোথায় কেমন বৃষ্টি

হাওয়া অফিস জানাচ্ছে, শুরুতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও সপ্তাহের শেষে তা ধীরে ধীরে কমতে শুরু করবে। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকবে, বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রঝড়-সহ বৃষ্টি হতে পারে।

১২ অক্টোবরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। ১২ থেকে ১৫ অক্টোবরের মধ্যে দুই-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ, সপ্তাহের শেষের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিম্নচাপের বৃষ্টি? South Bengal Rain Forecast

একই পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। এই জেলাগুলিতেও আগামী চার দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরে তা হ্রাস পাবে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও আগামী কয়েক দিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কোনও বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সামান্য নিম্নচাপ এলাকাই এখন বৃষ্টির মূল কারণ। তবে সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।

অক্টোবরের মাঝামাঝি নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, আর সকালের হাওয়ায় ঢুকে পড়বে হালকা শীতের আমেজ। এই বছর জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই মিলেছে ইঙ্গিত৷