দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকূটি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পর্ব এখনই থামছে না। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। Advertisements শনিবার সকাল থেকে কলকাতায় রোদের দেখা…

Heavy Rain Forecast West Bengal

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পর্ব এখনই থামছে না। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisements

শনিবার সকাল থেকে কলকাতায় রোদের দেখা মিললেও, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ আগামী ২৬ জুন পর্যন্ত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।

   

ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৫ জুন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ জুন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে।

উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা South Bengal Monsoon

আজ, শনিবার, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৬ জুন পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

তাপমাত্রা ও আর্দ্রতা

তাপমাত্রার ক্ষেত্রে আপাতত কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় অঞ্চলেই তাপমাত্রা প্রায় একই থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত থাকতে পারে।