গরমে পুড়ছে (Heat Wave) দক্ষিণবঙ্গ। চাতক পাখির মতো চেয়ে বসে রয়েছে এক ফোঁটা বৃষ্টির আশায়। কিন্তু দেখা মিলছে না তার। উল্টে আলিপুর আবহাওয়া দফতর বলছে, বাড়তে পারে তাপপ্রবাহ। সর্তকতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। এরই মধ্যে মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল হাওড়া থেকে। তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
মৃত ব্যক্তির নাম বাসু মণ্ডল। হাওড়া শানপুর এলাকায় টোটো চালক তিনি। সোমবার সকালে টোটো নিয়ে বের হয়েছিলেন। ওই ব্যক্তি। অতিরিক্ত গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাসুবাবু স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাওড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।চিকিৎসকরা প্রাথমিকভাবে অনুমান করেছেন সানস্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে ওই টোটো চালকের।
কলকাতায় তাপমাত্রা প্রায় ৪০ ছুঁই ছুঁই। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬০ শতাংশ। হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহে কারণে উদ্বেগ বাড়ছে প্রধানত পড়ুয়াদের মধ্যে। আশঙ্কা করছেন অভিভাবকেরা। যে খুদে পড়ুয়ারা স্কুলে গেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বেশ কয়েকটি স্কুলে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে বলে জানা যাচ্ছে।