কলকাতা: লক্ষ্য ছিল শিল্প৷ কিন্তু, জমি জটে আঁধারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লৌহ ইস্পাত কারখানার ভবিষ্যৎ৷ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভকে ১ টাকায় জমি লিজ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ সেই চুক্তিই এখন বিশ বাঁও জলে৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সৌরভের সংস্থাকে ১ টাকায় ৩৫০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। (sourav ganguly land lease case)
লিজ নিয়ে প্রশ্ন sourav ganguly land lease case
সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি লিজ দেওয়া নিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। প্রয়াগের ফিল্ম সিটির বাজেয়াপ্ত করা জমি কীভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় লিজ দেওয়া হল? এই প্রশ্ন তুলে মামলা হয় হাই কোর্টে৷ বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে৷ সওয়াল-জবাবে পর বেঞ্চ জানায়, রাজ্যের সঙ্গে ওই সংস্থার চুক্তির মধ্যে হাই কোর্ট হস্তক্ষেপ করবে না। তবে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমির বর্তমান বাজারদর আগে জানতে হবে৷ ভ্যালুয়েশনের কাজে রাজ্য সরকারকে সাহায্য করবে সেবি(SEBI)৷
জমি নিয়ে মামলা sourav ganguly land lease case
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শালবনিতে কারখানা গড়ার জন্য সৌরভকে জমি দেবে রাজ্য সরকার৷ জিন্দলদের পরিত্যক্ত প্রকল্পের জমিতে গড়ে উঠবে বাড়ি তৈরির লোহার রডের কারখানা৷ ৬ মাসের মধ্যেই কারখানা তৈরির কাজ শেষ হবে৷ তার পর শুরু হবে উৎপাদন৷ কিন্তু ৬ মাস পর দেখা দেন, কোনও অগ্রগতিই হয়নি৷ তার পর সৌরভ জানান, চন্দ্রকোণায় পরিত্যক্ত প্রয়াগ ফিল্ম সিটির জমিতে হবে কারখানা। ১ টাকার বিনিময়ে ৩৫০ একর জমি দিয়েছে রাজ্য সরাকর৷ এর পরই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রয়াগ চিটফাণ্ডে টাকা রেখে প্রতারিতরা৷ তাঁদের দাবি, ওই জমি বর্তমান বাজারমূল্যে বিক্রি করে সেই টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক৷