নেতাগিরি ছেড়ে দিয়ে ভোটের গুরুগিরি? মন্ত্রী না হওয়ায় দুঃখে আজব সিদ্ধান্ত সৌমিত্রর?

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার বড়ই সাধ ছিল। কিন্তু এখন সৌমিত্র খাঁর মনে বোধহয় ‘আমার সাধ না মিটিলো, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা’এর…

soumitra-khan

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার বড়ই সাধ ছিল। কিন্তু এখন সৌমিত্র খাঁর মনে বোধহয় ‘আমার সাধ না মিটিলো, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা’এর সুর বাজছে। আর তারই মধ্যে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

শোনা যাচ্ছে যে এবার প্রশান্ত কিশোরের মতোই নিজের আলাদা করে একটি ভোট কুশলী সংস্থা খুলতে পারেন সৌমিত্র। অর্থাৎ তিনি হতে চলেছেন ভোট-গুরু? সেক্ষেত্রে বঙ্গ বিজেপির ভোট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তিনি কি কাজ করবেন? প্রশ্ন শুনে নাকি মিলিয়ন ডলার স্মাইল হেসেছেন বিষ্ণুপুরের সদ্য জয়ী সাংসদ।

   

অবশ্য এটা মানতেই হবে, যথেষ্ট প্রতিকূল আবহাওয়া ছিল তার কেন্দ্রে। প্রাক্তন স্ত্রী সুজাতাই এবার তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। সুজাতা, মমতা এবং অভিষেকের ঝোড়ো প্রচারে রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছিল সৌমিত্রর, এমনটাই অনেকে বলছিলেন। কিন্তু শেষ হাসি হেসেছেন সেই সৌমিত্রই। প্রাক্তন স্ত্রীকে পরাজিত করে বিষ্ণুপুর থেকে সংসদের আঙিনায় আবারও পা রাখছেন তিনি। আর এই জয়ই কি নতুন সংস্থা খোলার জন্য আরও বেশি কনফিডেন্স দিয়েছে সৌমিত্রকে? কারণ যাই হোক না কেন, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির অভ্যন্তরেও সৌমিত্রকে নিয়ে সন্দেহের যথেষ্ট বাতাবরণ রয়েছে।

শোনা যাচ্ছিল মন্ত্রিত্ব না পেয়ে বিদ্রোহী হতে পারেন সৌমিত্র! যদিও সম্প্রতি তার নির্বাচনী প্রচারে ঝড় তোলার জন্য শুভেন্দু অধিকারী কে একটি দীর্ঘ কৃতজ্ঞতা জানিয়ে করা পোস্ট সেই জল্পনায় কিছুটা হলেও জল ঢেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই সঙ্গে এই নতুন প্রফেশন নিয়ে উঠে আসা জল্পনায়, সৌমিত্রও যে ব্যাপারটা বেশ ভালোমতো উপভোগ করছেন সেটা তার চোখ মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে।

২০১৯ এ কোর্টের নির্দেশে নিজের লোকসভা কেন্দ্রে একবারও ঢুকতে পারেননি সৌমিত্র। সে সময় স্ত্রী সুজাতা একা হাতে তার হয়ে প্রচার করে, সবুজ ঝড়কে আটকে পদ্ম ফুটিয়েছিলেন বিষ্ণুপুরে। ঘটনাচক্রে সেই সুজাতাই এখন প্রাক্তন এবং সৌমিত্রের প্রতিপক্ষ দল তৃণমূলের নেত্রী। কিন্তু নতুন কোম্পানিতে প্রাক্তন স্ত্রী সুজাতা ২০১৯ এর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ডাক পাবেন কিনা, সেই নিয়েও জল্পনা ছড়িয়েছে।