কলকাতা: বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। মন্দির উদ্বোধনের পরই অসুস্থবোধ করতে থাকেন। গাড়ি থেকে নামার পর তাঁকে কর্মীদের সহায়তায় চেয়ারে বসানো হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। এর পরেই দ্রুত তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যায় পেসমেকার বসানো হয়
বুধবার সন্ধ্যায়, চিকিৎসকরা সৌগত রায়ের পেসমেকার বসান। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ৭৭ বছর বয়সী সাংসদকে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তাঁর অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে।
রাতেই সৌগত রায়কে দেখতে হাসপাতালে পৌঁছান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “তিনি একদম ঠিক আছেন, তবে সংক্রমণের ভয় রয়েছে, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
দ্বিতীয়বার অসুস্থ Sougata Roy hospitalized
এটি সৌগত রায়ের দ্বিতীয়বার অসুস্থ হওয়ার ঘটনা। এর আগে, গত ১০ মার্চ সংসদের অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সে সময়ও দ্রুত তাকে হুইলচেয়ারে বসিয়ে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন। তৃণমূল দল এবং তার সমর্থকরা আশাবাদী, শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন সৌগত রায়।
West Bengal: TMC MP Sougata Roy hospitalized after collapsing at temple inauguration in West Bengal. Pacemaker implanted; condition stable. 77-year-old MP under observation. Health update and details on his recovery. Second health scare in recent months.