কলকাতা: ওয়াকফ (সংশোধিত) আইন ২০২৫-এর বিরোধিতায় বুধবার বীরভূমের মুরারইয়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, তবে সেখান থেকেই বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান ওঠে। প্রতিবাদীদের বক্তব্য ছিল, ‘‘স্যালাইন এমপি-কে মানছি না, মানব না।’’ (Slogan Against TMC MP Satabdi Roy)
এরপর থেকে বীরভূমে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। চারবারের সাংসদ শতাব্দী রায় এ বিষয়ে মন্তব্য করেছেন, ‘‘যারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তারা দলের কেউ নয়। আমি বিশ্বাস করি না, দলের কেউ এমন স্লোগান দেবে।’’
গত লোকসভা নির্বাচনে মুরারই এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন শতাব্দী রায়। তবে, যখন সংসদে ওয়াকফ বিল পাস হয়, সে দিন তিনি উপস্থিত ছিলেন না। পরে তিনি জানান, অসুস্থতার কারণে হাসপাতালে ছিলেন এবং স্যালাইন নিতে হয়েছিল, তাই তিনি সংসদে যেতে পারেননি। এই ব্যাখ্যা দলের কিছু অংশ গ্রহণ করেনি, এবং মুরারইয়ের মিছিলে শতাব্দীর বিরুদ্ধেও স্লোগান ওঠে।
এ বিষয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া মুরারই-১ ব্লকের তৃণমূল সভাপতি বিনয়কুমার ঘোষ বলেছেন, ‘‘এটা বিচ্ছিন্ন ঘটনা। হয়তো কিছু ছেলেপিলে এমন স্লোগান দিয়েছে, কিন্তু আমরা বড় করে দেখছি না।’’
এই ঘটনা তৃণমূলের ভিতরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উত্থাপন করেছে।
West Bengal: Protests erupt in Birbhum’s Murarai against Wakf (Amendment) Act 2025, with slogans targeting TMC MP Shatabdi Roy. Political tensions rise as Roy defends her absence during the Wakf Bill‘s passage citing health reasons. Updates on Lok Sabha election controversies.