Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata City৬৪ কর্মকর্তা বদলি, SIR তারিখের জল্পনায় প্রশাসনে বড় রদবদল

৬৪ কর্মকর্তা বদলি, SIR তারিখের জল্পনায় প্রশাসনে বড় রদবদল

- Advertisement -

রাজ্যের প্রশাসনে বড় রদবদলের ঘোষণা করল নবান্ন। একাধিক জেলার (SIR) জেলাশাসক পরিবর্তন সহ মোট ৬৪ জন আধিকারিকের বদলির ঘোষণা এসেছে। এই রদবদলে ১০ জন জেলাশাসক, পাশাপাশি বেশ কয়েকজন এডিএম ও এসডিও-রও বদলি হয়েছে।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক IAS শরদকুমার দ্বিবেদী-কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব হিসেবে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে IAS শশাঙ্ক শেঠি-কে নিয়োগ করা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক হিসেবে।মুর্শিদাবাদের জেলাশাসক হলেন নিতিন সিঙ্ঘানিয়া, বীরভূমের জেলাশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ধবল জৈন।

   

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা-কে করা হয়েছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার, যা রাজ্যের প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া মালদার জেলাশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রীতি গোয়েল।এই রদবদল রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় একটি বড় ঢেউ তোলে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপ জেলার কার্যকারিতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। বিশেষ করে জেলাশাসক ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের স্থানান্তরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা লক্ষ্য রাখা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular