জরুরি কাজ? শুনানিতে যাওয়ার সময় নেই? কী হবে জানাল কমিশন

রাজ্যজুড়ে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুনানি বা হিয়ারিং পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৩৪ লক্ষ ‘আনম্যাপিং’ (Unmapping) ভোটারের…

SIR hearing West Bengal

রাজ্যজুড়ে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুনানি বা হিয়ারিং পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৩৪ লক্ষ ‘আনম্যাপিং’ (Unmapping) ভোটারের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। যাঁদের তথ্যে অসঙ্গতি রয়েছে, তাঁদের ইতিমধ্যেই নোটিশ পাঠানো শুরু হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, এই শুনানিতে সন্তোষজনক নথি দেখাতে না পারলে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ বা ‘ডিলিট’ পর্যন্ত হতে পারে।

Advertisements

কেন এই শুনানি?

ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং একই ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকা বা ভুল তথ্য রুখতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নোটিশে একটি নির্দিষ্ট তারিখ ও স্থান (যেমন বিডিও অফিস, মহকুমা শাসক বা জেলাশাসকের দফতর) উল্লেখ করা হচ্ছে। সেখানে উপস্থিত হয়ে ভোটারের পরিচয় ও বাসস্থানের সত্যতা প্রমাণ করতে হবে।

   

উপস্থিত থাকতে না পারলে কী হবে? SIR hearing West Bengal

অনেকের মনেই প্রশ্ন জাগছে, নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে না পারলে কী হবে? কোনও জরুরি কারণে ওইদিন হাজিরা দিতে না পারলে, সংশ্লিষ্ট ভোটার তাঁর বিএলও-র (BLO) সাথে কথা বলে তারিখ বদলানোর আবেদন করতে পারেন।

পড়াশোনা, চিকিৎসা বা চাকরির সূত্রে যাঁরা রাজ্যের বাইরে আছেন, তাঁদের জন্য বিশেষ ছাড় দিয়েছে কমিশন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী যাঁরা ভিন রাজ্যে কর্মরত, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাঁদের সশরীরে হাজিরা না দিলেও চলবে; পরিবারের কোনো সদস্য বৈধ নথি নিয়ে গেলেই কাজ হবে। তবে এক্ষেত্রে পরিবারের ওই ব্যক্তির সঙ্গে ভোটারের সম্পর্কের প্রামাণ্য নথি (যেমন রেশন কার্ড বা পোরচা) সাথে রাখা বাধ্যতামূলক।

প্রয়োজনীয় নথি

শুনানির সময় নথি নিয়ে কোনো ধন্দ রাখা চলবে না। নির্বাচন কমিশনের তরফে আগেই ১৩টি নথির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। হিয়ারিংয়ের সময় ওই তালিকার মধ্যে থেকে যেকোনো একটি বৈধ নথি দেখালেই ভোটার হিসেবে আপনার দাবি গ্রাহ্য হবে। এই তালিকার বিস্তারিত বিবরণ নোটিশের পিছনের পাতাতেও দেওয়া থাকছে।

মনে রাখবেন, নির্বাচন কমিশন যদি আপনার দেওয়া নথিতে সন্তুষ্ট হয়, তবেই চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বহাল থাকবে। অন্যথায়, আপনার দীর্ঘদিনের ভোটাধিকার হারানোর ঝুঁকি থেকে যেতে পারে।

West Bengal: West Bengal begins SIR hearings for 34 lakh unmapped voters. Failure to attend or show valid documents may lead to name deletion from the voter list. Learn the new rules for exemptions, family representatives, and required documents here today.

Advertisements