
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর প্রশ্ন, সারা দেশে যখন একই নির্বাচন কমিশন কাজ করছে, তখন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ দেখা যাচ্ছে? এই প্রক্রিয়াকে ঘিরে যে বিভ্রান্তি ও অসঙ্গতি তৈরি হয়েছে, তার দায় কমিশনকেই নিতে হবে বলে দাবি করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেন, ভোটার তালিকা সংশোধন একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু সেই প্রক্রিয়া যদি স্বচ্ছতা ও যুক্তির অভাবে পরিচালিত হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া যেভাবে কার্যকর করা হচ্ছে, তাতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকার মানুষ এই প্রক্রিয়া ঠিকভাবে বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, দেশের অন্যান্য রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে এমন অভিযোগ বা বিতর্ক চোখে পড়ছে না। তাহলে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই একের পর এক অসঙ্গতি সামনে আসছে—এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। অভিষেকের মতে, এটি নিছক প্রশাসনিক ত্রুটি নয়, বরং একটি পরিকল্পিত প্রক্রিয়ার ইঙ্গিতও হতে পারে, যা রাজ্যের ভোটার তালিকা নিয়ে সন্দেহ তৈরি করছে।
তাঁর বক্তব্যে উঠে আসে ডিজিটাল পদ্ধতির বিষয়টিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, হঠাৎ করে বিভিন্ন অ্যাপ ও পোর্টালে নতুন নতুন অপশন চালু করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে কোনও স্পষ্ট নির্দেশিকা বা গণসচেতনতা কর্মসূচি নেই। ফলে বিএলও, ইআরও এবং সাধারণ ভোটার—তিন পক্ষই বিভ্রান্ত হচ্ছেন। কোথাও শুনানি নোটিস, কোথাও নথি আপলোড, আবার কোথাও সরাসরি হিয়ারিং—এই জটিলতার মধ্যে সাধারণ মানুষ বুঝতেই পারছেন না, তাঁদের ঠিক কী করতে হবে।
অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, এই ধরনের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ শুধুমাত্র প্রশাসনিক দুর্বলতাই নয়, বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। তিনি বলেন, যদি একই নিয়ম সারা দেশে প্রযোজ্য হয়, তাহলে তার প্রয়োগেও একরকম স্বচ্ছতা ও ধারাবাহিকতা থাকা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) স্পষ্ট করে দেন, তাঁর দল গণতন্ত্র ও ভোটারের(Abhishek Banerjee) অধিকার রক্ষায় কোনও আপস করবে না। নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা ও যুক্তিসংগত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই প্রশ্ন তোলা চলবে। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে যে অসঙ্গতি দেখা যাচ্ছে, তার নিরপেক্ষ ও পরিষ্কার ব্যাখ্যা না দিলে কমিশনের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।










