Siliguri: হালুমমমম….৫ সন্তানের মা হল শীলা

শিলিগুড়ি (Siliguri) বেঙ্গল সাফারি পার্কে খুশির খবর। ছানা সহ বাঘিনি শীলা সুস্থ আছে। বাচ্চাগুলির এখনও চোখ ফোটেনি। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানাচ্ছে, গত ১১ মার্চ বাচ্চাগুলির…

Royal Bengal Tiger Sheila is the mother of 5 children

short-samachar

শিলিগুড়ি (Siliguri) বেঙ্গল সাফারি পার্কে খুশির খবর। ছানা সহ বাঘিনি শীলা সুস্থ আছে। বাচ্চাগুলির এখনও চোখ ফোটেনি। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানাচ্ছে, গত ১১ মার্চ বাচ্চাগুলির জন্ম হয়েছে। ওদের বাবা বিভান। নতুন এই পাঁচটি বাচ্চা সহ দার্জিলিং জেলার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১০টি।

   

আট বছর বয়সের বাঘিনী শীলা এর আগে দু’বার বাচ্চার জন্ম দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শীলা এবং আর এক রয়্যাল বেঙ্গল স্নেহাশিসের এর আগে তিনটি বাচ্চা হয়েছিল। তিনটিই ছিল মেয়ে শাবক। একটি বাচ্চা মারা যায়।

নতুন এই পাঁচটি বাচ্চার আগে শীলা এবং বিভানের তিনটি পুরুষ বাচ্চা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে একমাস না গেলে নতুন এই শাবকগুলির মধ্যে কোনটি পুরুষ এবং কোনটি মেয়ে সেটা বোঝা যাবে না।