শীত ঘুম কি উধাও! ফের অজগর উদ্ধার শিলিগুড়িতে, সাপ বিশেষজ্ঞরা চিন্তিত

pythan

বারবার অজগর ঢুকছে লোকালয়ে। তিন দিনের মাথায় ফের অজগর ধরা পড়ল (Siliguri) শিলিগুড়িতে। এই প্রবল শীতে বারবার অজগর (Python) লোকালয়ে চলে কেন আসছে তা নিয়েই চিন্তা সাপ বিশেষজ্ঞদের। আবহাওয়ার পরিবর্তনে অজগরের কি শীত ঘুম উধাও হয়ে গেল? উঠছে এমন প্রশ্ন।

মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম ছোট ফাপড়ি সংলগ্ন ভোলানাথ পাড়ার একটি সিমেন্টের গোডাউন থেকে  মিলেছে বিশাল অজগর। প্রায় ৬ ফুট লম্বা এই অজগর দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই সিমেন্ট গোডাউন কর্মীরা দেখতে পানর অজগরটিকে। খবর দেওয়া হয় ডাবগ্রাম বনবিভাগ কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে অজগর উদ্ধার করেন। বনবিভাগ সূত্রে খবর, উদ্ধার করা অজগরটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

   

তিন দিন আগে শিলিগুড়ির  ফুলবাড়ি তিস্তা ব্যারেজ এলাকায় একটি পরিত্যক্ত পাইপ থেকে উদ্ধার করা হয় দুটি অজগর।

গত ১১ নভেম্বর জলপাইগুড়িতে মিলেছিল অজগর।পুরনো একটি দেওয়া‌লের মধ্যেই শুয়েছিল বিশালাকার সেই অজগর। এর জেরে জলপাইগুড়ি শহরের কলেজপাড়ার বাসিন্দাদের মধ্যে অনেকে  আতঙ্কিত হয়ে পড়েন।  সেই অজগর উদ্ধার করতে গেলে সাপটি দেওয়াল থেকে নেমে স্থানীয় এক জলাশয়ের মধ্যে ঢুকে পড়ে।

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন বনাঞ্চলে বিশালকার অজগর (Python) ও শঙ্খচূড়ের (King Cobra)  বসবাস। ডুয়ার্সের জঙ্গলে এমন ধরনের সাপ মেলে। তবে শীত কালে সাপের স্বাভাবিক আচরণ হলে ঘুমিয়ে থাকা। শীতের মরশুমে অজগর বারবার লোকালয়ে কেন আসছে তা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। কেউ কেউ মনে করছেন, আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন