Siliguri: জবরদস্তি CAA করলে সিপিআইএম রুখবে, শাহ কে হুঁশিয়ারি অশোকের

শিলিগুড়ির (Siliguri) সভামঞ্চ থেকে দেশজুড়ে সিএএ (CAA) লাগু করার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি থেকেই শাহকে হুঁশিয়ারি দিলেন শীর্ষ সিপিআইএম নেতা ও প্রাক্তন…

Siliguri: জবরদস্তি CAA করলে সিপিআইএম রুখবে, শাহ কে হুঁশিয়ারি অশোকের

শিলিগুড়ির (Siliguri) সভামঞ্চ থেকে দেশজুড়ে সিএএ (CAA) লাগু করার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি থেকেই শাহকে হুঁশিয়ারি দিলেন শীর্ষ সিপিআইএম নেতা ও প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি বলেছেন, যদি রাজ্যে জোর করে সিএএ লাগু করা হয়, তাহলে রুখে দাঁড়াবে বামফ্রন্ট৷

অশোক ভট্টাচার্যের হুঙ্কারের পর রাজনৈতিক মহল সরগরম। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায়। রাজ্যে সাম্প্রতিক সবকটি উপনির্বাচন ও পুরভোটে সিপিআইএম ভোটের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে বিরোধী শক্তির ভূমিকা নিচ্ছে। যদিও শিলিগুড়ি বিধানসভা ও পুরনিগমের ভোটে পরাজিত হয়েছেন অশোক ভট্টাচার্য। বিধানসভাটি বিজেপির আর পুরনিগম গেছে তৃণমূল কংগ্রেসের দখলে।

   

শিলিগুড়ি থেকে অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার পর শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধিতায় সরব হয়। এবার একই ইস্যুতে সরব হলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, বামফ্রন্ট চায় যারা ভারতীয় নাগরিক নয় তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিক সরকার৷ তার জন্য ভারতে সিএএর প্রয়োজন নেই বলেই মনে করছেন তিনি।

Advertisements

কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করায় বিজেপি৷ যার বিরুদ্ধে সারা দেশজুড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনে শামিল হয় তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম সহ বিভিন্ন অ-বিজেপি বিরোধী দল। রাজধানী দিল্লি সহ শহর কলকাতায় চলে মিছিল।

এদিকে বিজেপির অন্দরেই প্রশ্ন মোদী সরকার আইন পাশ করালেও কবে লাগু হবে সিএএ? সেই প্রশ্নের উত্তর শিলিগুড়ি থেকে দিয়ে দলীয় নেতাদের আশ্বস্ত করেছেন অমিত শাহ৷ তিনি বলেন, করোনা পরিস্থিতি কমলেই সিএএ লাগু করা হবে। দিদি চাইলেও কিছু করতে পারবে না৷ পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ বলতে আমি জানি চ্যাটার্ড অ্যাকাউটেন্ট। যেটা এখন দেশের প্রয়োজন৷