Jalpaiguri: ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাজগঞ্জ থানার পুলিশ অফিসার

অভিযোগ, রক্ষকই ধর্ষক! বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ি (jalpaiguri) জেলার রাজগঞ্জ থানার এসআই-কে। খোদ পুলিশ অফিসার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য। সম্প্রতি রাজগঞ্জ…

Mumbai woman inserts blade in private parts

অভিযোগ, রক্ষকই ধর্ষক! বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ি (jalpaiguri) জেলার রাজগঞ্জ থানার এসআই-কে।

খোদ পুলিশ অফিসার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য। সম্প্রতি রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন পড়শি জেলা দার্জিলিংয়ের শিলিগুড়ির এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তের রেশ ধরে এবার গ্রেফতার এসআই। (si of rajganj police station arrested on the charge of rape)

   

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ si of rajganj police station arrested on the charge of rape

অভিযোগ, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুণ গত শুক্রবার তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ এবং শারীরিক অত্যাচার করেন। এই মর্মে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তরুণী।

তদন্ত শুরু হয়। অভিযুক্ত এসআই সুব্রত গুণকে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে। রাজগঞ্জ থানার ওই এসআইকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যে তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এদিকে ধর্ষণের অভিযোগে ওই এসআই গ্রেফতারের পর জলপাইগুড়ি জেলাসহ পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগেই চাঞ্চল্য। রাজ্শ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু

ধর্ষণের অভিযোগ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত আগেই বলেছিলেন ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক সুব্রত গুণকে ‘ক্লোজ’ করা হয়েছে।

শিলিগুড়ির ওই তরুণী ধর্ষণের লিখিত অভিযোগ তোলার পর থেকে রাজনৈতিক হাওয়া গরম। শাসকদল তৃণমূলের জলপাইগুড়ি জেলার নেতারা বলছেন আইন মোতাবেক তদন্ত প্রক্রিয়া চলবে। বিরোধী দল বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের কটাক্ষ, রাজ্যে আইন শৃঙ্খলা তৃণমূল শাসনে ক্রমাগত ভেঙে পড়ছে।

তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

অভিযোগকারী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেই জানা গেছে। জলপাইগুড়ির রাজগঞ্জে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এসআই তৃণমূল ঘনিষ্ঠ।

সুব্রত গুণকে গ্রেফতার

তদন্ত শুরু হয়। অভিযুক্ত এসআই সুব্রত গুণকে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে। রাজগঞ্জ থানার ওই এসআইকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যে তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এদিকে ধর্ষণের অভিযোগে ওই এসআই গ্রেফতারের পর জলপাইগুড়ি জেলাসহ পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগেই চাঞ্চল্য। রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন।

ধর্ষণের অভিযোগ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত আগেই বলেছিলেন ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক সুব্রত গুণকে ‘ক্লোজ’ করা হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত রাজগঞ্জ থানার এসআই-কে অবিলম্বে গ্রেফতার করার দাবিতে বাম ছাত্র সংগঠন SFI, যুব সংগঠন DYFI ও সিপিআইএমের মহিলা সংগঠন AIDWA (মহিলা সমিতি) লাগাতার বিক্ষোভ দেখেছে। বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। পরপর রাজনৈতিক বিক্ষোভের মুখে রাজগঞ্জ থানার এসআইকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল।ময়নাগুড়ির ও ধুপগুড়ি সদর লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হল।