শুভেন্দুর ডিসেম্বর ধমাকা ‘বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা’

ডিসেম্বর ধমাকার বদলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ও বাম শিবিরে প্রবল হাসির খোরাক শুভেন্দু

Suvendu Adhikari

ডিসেম্বর ধমাকা হবে বলেছিলেন। তবে তেমন কিছু হলো না। উল্টে দলেরই অভ্যন্তরে হাস্যস্পদ হয়ে গেলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। প্রবল চাপের মুখে ডিসেম্বর ডেডলাইনের শেষ দিনে তিনি কাঁথির জনসভায় বললেন, বিজেপিকে জেতালেই মিলবে (Pradhan Mantri Awas Yojna) আবাস যোজনার টাকা। 

আবাস যোজনা নিয়ে তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিস্তর। বাদ যাচ্ছেন যোগ্যরা। সেই ইস্যুটি সামনে এনে ২০২৩ এর পঞ্চায়েত ভোটে বিজেপির তরফে নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।

   

তিনি বলেন, আপনারা আবাস যোজনা নিয়ে বিন্দুমাত্র বিচালিত হবেন না। আবাস যোজনার ১৭ টি দফা রয়েছে। সেই দফয়া অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। যদি দেখেন এই ১৭ দফার মধ্যে রয়েছে, কিন্তু তাঁকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাঁর নামের তালিকা মণ্ডল সভাপতি মারফত আমাদের কাছে পাঠাবেন। যদি প্রমাণিত হয়, তাহলে টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। একটাও তোলামূল পার্টির লোক, যাদের নাম ১৭ দফার মধ্যে পড়ছে, একটাও যদি নাম থাকে তাহলে টাকা ফেরত করার দায়িত্ব পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রীর।

তিনি আরও বলেন, ২০১৮ সালের খসড়ায় যাদের নাম নেই, তাঁরা কী করে অন্তর্ভুক্ত করবেন? নাম অন্তর্ভুক্ত হবে না। এর সমাধান হল ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। যারা ২০১৮ সালে যোগ্য থাকার পরেও আবাস যোজনার টাকা পাননি। তাঁরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকা পাবেন। এটা আমি দ্যর্থহীণ ভাষায় বলতে পারি।

শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই। কাঁথি ও তমলুক লোকসভা নরেন্দ্র মোদীকে উপহার দেবো। ভোট দিতে পারলে বিজেপি একে থাকবে। তৃণমূলের দেখা মিলবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন