হুমায়ুনের মসজিদের ‘বাবরি’ নাম কেন? আপত্তি জানালেন শুভেন্দু

রাজনীতির মঞ্চে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার ফের সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সল্টলেক থেকে সাংবাদিক বৈঠক করে বাবরি মসজিদ-সংক্রান্ত…

shuvendu adhikari opposes babri label on humayun mosque

রাজনীতির মঞ্চে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার ফের সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সল্টলেক থেকে সাংবাদিক বৈঠক করে বাবরি মসজিদ-সংক্রান্ত বিতর্ক থেকে শুরু করে গীতা পাঠ অনুষ্ঠান—একাধিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন তিনি।

Advertisements

বাবরি মসজিদের নামকরণে আপত্তি—“বাবর লুটেরা, ধর্ষণকারী”

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাসের প্রসঙ্গ তুলেই তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ,
“বাবর একজন লুটেরা, ধর্ষণকারী। ভারতের কেউ ছিলেন না। তাঁর নাম নিয়ে আমাদের আপত্তি আছে।”

   

শুভেন্দুর দাবি, সরকারি মদতে, পুলিশের উপস্থিতিতে ‘উল্লাস’ করে শিলান্যাস অনুষ্ঠান হয়েছে, অথচ যথাযথ অনুমতির বালাই নেই। এটিকে তিনি জনসমক্ষে “আস্ফালন” বলে চিহ্নিত করেন।

গীতা পাঠে অনুপস্থিতি: ‘মমতা হিন্দু-বিরোধী’, অভিযোগ শুভেন্দুর

গীতা পাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন—অনুষ্ঠানটি বিজেপি-ঘনিষ্ঠ হওয়ায় তিনি অংশ নেননি।

কিন্তু তা নিয়েই আক্রমণ শানিয়ে শুভেন্দুর সাফ কথা, “আমরা গিয়েছি হিন্দু হিসেবে। মঞ্চে কোনও বিজেপি নেতা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু-বিরোধী। তিনি গীতার ক’টি অধ্যায় বলতে পারবেন না।”

তারও একধাপ এগিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও হিন্দু অনুষ্ঠানে ডাকা উচিত নয়। কারণ তিনি হিন্দুদের রীতি-নীতি মানেন না।”

আসন্ন ভোট, উত্তরবঙ্গ সফর—টানা কটাক্ষ বিরোধী দলনেতার

এদিন সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। তাঁর ঘোষণা,
“গতবার ৩৯ শতাংশ ভোট পেয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য ৫১ শতাংশ।”

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়েও কটাক্ষ ছুড়ে শুভেন্দুর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে কোনও লাভ হবে না। কোচবিহারে আমরাই জিতব, ৯-০ করব।” সঙ্গে প্রশ্নও—মুখ্যমন্ত্রী বেলডাঙায় না যাওয়ার কারণ কী?

বিশ্লেষণ

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যগুলি স্পষ্টতই আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। বাবরি মসজিদ ও গীতা পাঠ—দুটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে নতুন করে মেরুকরণের বাতাবরণ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ‘ধর্মীয় রাজনীতির’ অভিযোগ তুলেছেন; বিপরীতে শুভেন্দু দাবি করছেন, মুখ্যমন্ত্রীই “হিন্দু-বিরোধী” রাজনীতির অবলম্বন করছেন।

Advertisements