বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের হত্যার প্রতিবাদে মিছিলে শুভেন্দু

নদীয়া, ২২সেপ্টেম্বর: কয়েকদিন আগে বাড়ির কাছেই নৃশংস ভাবে খুন হন নবদ্বীপের মায়াপুরের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক (Shuvendu Adhikari)। নবদ্বীপের ৬ নং ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা, ৪০…

Shuvendu Adhikari protest

নদীয়া, ২২সেপ্টেম্বর: কয়েকদিন আগে বাড়ির কাছেই নৃশংস ভাবে খুন হন নবদ্বীপের মায়াপুরের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক (Shuvendu Adhikari)। নবদ্বীপের ৬ নং ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা, ৪০ বছর বয়সী সঞ্জয় ভৌমিককে তৃণমূল আশ্রিত গুন্ডারা বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন তার পরিবার।

আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)নবদ্বীপে নিহত সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন দেবী পক্ষে মায়েরা কাঁদছে। একদিকে অভয়ার মা, তামান্নার মা এবং আরেক দিকে সঞ্জয়ের মা সন্তান হারা হল। শুভেন্দু বলেন মমতার রাজত্বে এই হল বাংলার আসল চেহারা।

   

পুলিশ নিষ্ক্রিয় তাই শুভেন্দু পুইঁলিশের বিরুদ্ধে মামলা করার কথাও বলেন। সঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করার পর বিজেপি কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন। প্রতিবাদ মিছিলে কালো পতাকা এবং বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে পা মেলালেন বিজেপি কর্মীরা।

এই নৃশংস ঘটনা ঘটেছে ১৮ সেপ্টেম্বর তারিখে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে তৃণমূলের সন্ত্রাস বলে অভিযোগ জানিয়েছেন। বিজেপি নেতৃত্ব এই হত্যাকে ‘টিএমসি-সমর্থিত দুষ্কৃতীদের কাজ’ বলে অভিযোগ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পুলিশ রিপোর্ট অনুসারে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সঞ্জয়ের বাড়িতে হঠাৎ উপস্থিত হয় তারক দাস, গদাধর রায়, তাপস দাস, অরিন্দম মণ্ডলসহ ছয়-সাতজন ব্যক্তি।

Advertisements

তারক দাস নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার গাড়ির প্রাক্তন চালক এবং গদাধর রায় স্থানীয় টিএমসি বুথ সভাপতি। অভিযোগ, তারা কোনো প্ররোচনা ছাড়াই সঞ্জয়কে ঘর থেকে বের করে আনার পর বাড়ির উঠোনে ফেলে বেধড়ক মারধর শুরু করে। স্টিক, লাঠি এবং হাত-পায়ের আঘাতে সঞ্জয় গুরুতর আহত হন।

৩০,০০০ টাকা সস্তা কিনুন Kawasaki Versys-X 300, হাতের নাগালে অ্যাডভেঞ্চার বাইক

বাধা দিতে গেলে তার বাবা সুকুমার ভৌমিক (৬৫) এবং মা অলকা দেবী (৬০)-কে একইভাবে পেটায় আক্রমণকারীরা। তবে শুভেন্দু এবং রাজ্য বিজেপির প্রতিবাদ বা মিছিল কিভাবে এই ঘটনায় প্রভাব ফেলে তা দেখার বিষয়। শুধু তাই নয় আগামী বিধানসভা নির্বাচনে এই ঘটনার কি প্রভাব তা ভবিষ্যৎ বলবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News