ডিভোর্স খারিজ, রত্নার সঙ্গেই বৈবাহিক বন্ধনে আটকে রইলেন শোভন

কলকাতা: প্রায় আট বছর ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষমেশ খারিজ করে দিল আলিপুর নগর ও দায়রা আদালত। ফলে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে আইনি বিচ্ছেদ পেলেন…

Shovan Chatterjee divorce

কলকাতা: প্রায় আট বছর ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষমেশ খারিজ করে দিল আলিপুর নগর ও দায়রা আদালত। ফলে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে আইনি বিচ্ছেদ পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এর ফলে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আইনি সম্পর্কের পথ আবারও আটকে গেল।

‘ক্রুয়েলটি গ্রাউন্ডে’ ডিভোর্সের আবেদন

‘ক্রুয়েলটি গ্রাউন্ডে’ ডিভোর্সের আবেদন করেছিলেন শোভন। স্ত্রীর বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো একাধিক গুরুতর অভিযোগ আনেন তিনি। দাবি করেছিলেন, রত্না নিজের সন্তানদের দায়িত্ব নেন না, অর্থ অপচয় করেন। কিন্তু আদালতে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভন। বিচারক রাজেশ চক্রবর্তী তাই মামলাটি খারিজ করেন।

   

অন্যদিকে, স্বামীর সঙ্গে সংসার করতে চেয়ে পালটা মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। সেটিও খারিজ করেছেন বিচারক। তাঁর পর্যবেক্ষণ, “আট বছর ধরে আলাদা থাকছেন দু’জন, এখন নতুন করে দাম্পত্য শুরু করা সম্ভব নয়।” ফলে আইনি বিচ্ছেদ হয়নি, কিন্তু স্বামী–স্ত্রী আলাদা থাকবেন।

বৈশাখী ও মহুলকে নিয়ে সংসার শোভনের Shovan Chatterjee divorce

এরই মধ্যে দীর্ঘদিন ধরেই শোভন চট্টোপাধ্যায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তাঁর কন্যা মহুলকে নিয়ে একত্রবাস করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে নানা কটাক্ষ উঠলেও প্রকাশ্যে সে সবকে পাত্তা দেননি দু’জনেই। বছর খানেক আগে দুর্গাপুজোর সময় বৈশাখীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন শোভন, যা ঘিরে তুমুল সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

Advertisements

শোভন-রত্না দম্পতির দুই সন্তানের সঙ্গে প্রাক্তন মেয়রের সম্পর্ক বহুদিন ধরেই প্রায় বিচ্ছিন্ন। তবে এদিন আদালতের রায়ের পর তাঁদের ছেলে ঋষি স্বস্তি প্রকাশ করে বাবাকে সব ভুলে সংসারে ফেরার আমন্ত্রণ জানিয়েছেন।

West Bengal: The Alipore court has dismissed Shovan Chatterjee’s divorce plea against his estranged wife, Ratna Chatterjee, leaving their legal separation unresolved. The verdict impacts his relationship with Baishakhi Banerjee.