রাজ্যে ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক

ফের শ্যুটআউট (Shootout Death) রাজ্যে। শ্যুটআউটের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। বুধবার সকালে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হল এক যুবককে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পালানোর…

Uttar Pradesh: Journalist Murdered, Investigation Underway to Uncover the Mystery

ফের শ্যুটআউট (Shootout Death) রাজ্যে। শ্যুটআউটের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। বুধবার সকালে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হল এক যুবককে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পালানোর চেষ্টা করেন। তবে আঘাত গুরুতর থাকায় কিছু সময় পরেই তিনি মারা যান।

মৃতের নাম ইসারুল গাজি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপলের ঘটনা এটি। ইসারুল গাজির বয়স৩২। এদিন সকালে ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ পিছন দিক থেকে দুটি মোটরবাইক করে ছয় দুষ্কৃতী আসে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ অবস্থাতেই ওই যুবক পালানোর চেষ্টা করেন। পাশের এলাকার এক বাড়িতে আশ্রয় নেন তিনি। দুষ্কৃতীরা সেখানে গিয়ে ওই যুবকের গায়ে থাকা কোটটি খুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisements

পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীরা ওই যুবকের পূর্ব পরিচিত বলেই অনুমান করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে অনেকের মধ্যে, গা থেকে রক্তাক্ত কোট কেন খুলে নিয়ে গেল তারা? তার মধ্যে কি কোনও দামী জিনিস ছিল? সেই জিনিস নিয়েই তাদের মধ্যে বিবাদ চলছিল? নাকি ওই যুবকের সঙ্গে থাকা কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার জন্যই এই হামলা? কোনও রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ছয় দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।