Bhangar: গুলি-বোমায় ফের গরম ভাঙড়

চলল গুলি। পড়ল বোমা। পুলিশের সামনেই ফের সংঘর্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলার অতি স্পর্শকাতর এলাকা ভাঙড়। শুক্রবার নতুন করে সংঘর্ষের পিছনে জমি বিবাদ বলে জানা যাচ্ছে। ভাঙড়ে ফের চলল গুলি। গুলি চলল জিরানগাছায় যার ফলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে, সাধারণ মানুষজন স্বাভাবিকভাবেই আতঙ্কিত।

জানা যাচ্ছে একটি জমি বিবাদকে কেন্দ্র করে সেখানে গুলি-বোমা চলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার অধীনে জিরানগাছা এলাকার এক জমি নিয়ে গণ্ডগোল। মূলত চাষিরা সেই জমি দেবেনা বলেই অভিযোগ। জোর করে প্রজেক্টে যারা রয়েছেন বা শাসক দলের কর্মীরা সেই জমি আদায় করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠছে ISFএর তরফ থেকে। জমির মাপঝোক হচ্ছিল এবং সেই নিয়ে গণ্ডগোল এবং এলাকায় গুলি-বোমা চলেছে বলে অভিযোগ।

   

পাশাপাশি, এলাকার তৃণমূল নেতা জানাচ্ছেন যে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয় তবে একটি ঘটনা ঘটেছে, সেখানে গুলি-বোমা চলেছে এবার যারা জমিতে কাজ করছিল তারাই এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও তৃণমূল নেতা জানান চাষিদের তিনি ডেকেছেন এবং কী ঘটনা ঘটেছে সেটাই তিনি জানা চেষ্টা করবেন। ঘটনার জেরে এতটাই এলাকা উত্তপ্ত হয়ে যায় যে কেল্টি থানার এবং কাশীপুর থানার পুলিশ এলাকায় এসে পৌঁছান। এলাকা বর্তমানে শান্ত আছে তবে আবারও উত্তপ্ত হতে পারে পরিস্থিতি বলে অভিযোগ করা হচ্ছে আইএসএফ-এর তরফ থেকে। চাষিরা আইএসএফের সমর্থক বলে দাবি করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন