ভরদুপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউট, জখম দুই

shoot out

ফের প্রকাশ্যে শ্যুটআউট ব্যারাকপুরে। ব্যারাকপুর-বারাসাত রোডের মোহনপুরে শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জখম হয়েছে ২ জন। একজন ব্যবয়ায়ী এবং একজন গ্রাহক আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের বি এ বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ মোহনপুরে এই শ্যুট আউটের ঘটনাটি ঘটে। পরপর পাঁচ রাউন্ড চলে গুলি। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বিরিয়ানির দোকানের কর্মচারী প্রবীর সিং এবং একজন ক্রেতা তিনি গুলির আঘাতে জখম হন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কেনই ভা ভরদুপুরে গুলি চলল? তা খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ।

   

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখার পর পুলিশের দাবী ব্যারাকপুর থেকে বারাসাতের দিকে যাচ্ছিল ওই দুষ্কৃতীরা। আচমকা গাড়ি থামিয়ে গুলি করে চম্পট দেয় তাঁরা। এই মুহুর্তে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা।

ওই দোকানের মালিক অবশ্য জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই৷ তবু কারা এই গুলি চালাল, তিনি বুঝতে পারছেন না৷ কারণ, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখেই ছিল হেলমেট৷ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, কারা, কেন গুলি চালালো সেটা পুলিশ খতিয়ে দেখছে৷ তবে এই ধরণের ঘটনা আমরা বরদাস্ত করব না৷ পুলিশ শীঘ্রই দোষীদের খুঁজে বের করবে বলে আশাবাদী তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন